SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ১১-০৯-২০১৮ ১৬:২১:৪৮

যে কারণে নিউইয়র্কে গেলেন নিপুণ

nipun

চলচ্চিত্র অভিনেত্রী নিপুণ বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। হঠাৎ করেই তিনি দেশ ত্যাগ করলেন। কিন্তু কি কারণে তিনি দেশ ছেড়ে নিউ ইয়র্কে জানতে চাইলে সময় নিউজকে বলেন, আমার বড় বোন পলিন নার্গিস লন্ডন থাকেন। সেখান থেকে তিনি নিউ ইয়র্কে এসেছেন। আমার মেয়ে তানিশাসহ পরিবারের অনেকেই এখন নিউ ইয়র্কে অবস্থান করছে।

মূলত আমি নিউ ইয়র্কে এসেছি তানিশার ভর্তির জন্যই । তানিশাকে (গ্রেড ১১-১২) এর জন্য নিউ ইয়র্কের স্কুলে ভর্তি করানো হবে। ভর্তি করানো শেষ হলে অাগামী সপ্তাহে আমি বাংলাদেশে ফিরব।

নিপুণ বাংলাদেশে অভিনয়ের পাশাপাশি নারীদের রূপচর্চা বিষয়ক ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধীকারি। অার এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচিত করে তুলছেন।

উল্লেখ্য, ২০০৬ সালে চলচ্চিত্র জগতে পা রাখেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ। তার অভিনীত প্রথম ছবির নাম ‘রত্নগর্ভা মা’। যদিও আজও মুক্তি পায়নি এ ছবিটি। তবে তার অভিনীত ‘পিতার আসন’ ছবিটি সর্বপ্রথম বড় পর্দায় দর্শকরা দেখেন। এফ আই মানিক পরিচালিত এ ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। সেরা পার্শ্বচরিত্রের অভিনেত্রী হিসেবে ‘সাজঘর’ এবং ‘চাঁদের মতো বউ’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নিপুণ।