SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১১-০৯-২০১৮ ১৫:৩০:২৩

রংপুরে উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে শতাধিক বাড়ি-ঘর

rang-flood

উজানের ঢলের পানিতে রংপুরে হঠাৎ করেই তিস্তা নদীর গঙ্গাচড়ার বিভিন্ন এলাকার শতাধিক বাড়ি-ঘর তলিয়ে গেছে।

সোমবার( ১০ সেপ্টেম্বর)  মধ্যরাতে গঙ্গাচড়া উপজেলার তিস্তা তীরবর্তী এলাকায় এ ভাঙন শুরু হয়। এতে ভাঙনের কবলে পড়েছে কয়েক হাজার বাসিন্দা। সকাল পর্যন্ত পূর্ব ও পশ্চিম চর ইসলী, শংকরদহ, কলাকাঠিসহ বিভিন্ন এলাকার বেশকিছু অংশ নদীতে তলিয়ে যায়। ধসে পড়ে তিস্তার নবনির্মিত মহিপুর ব্রিজের সংযোগ সড়কের বিভিন্ন অংশ। এদিকে, ভাঙন ঠেকাতে এখনো ফেলা হচ্ছে বালুভর্তি জিও ব্যাগ।

হুমকির মুখে রয়েছে চরশংকরদহ প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্থাপনা। তবে সকাল থেকে পানি নামতে শুরু করায় কিছুটা উন্নতি হয়েছে পরিস্থিতির। এর আগে পানি বৃদ্ধির আশঙ্কায় তীরের জনগণকে মাইকিং করে সরে যেতে বলে প্রশাসন।