SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ১১-০৯-২০১৮ ১৫:২৩:০৫

শরীয়তপুরে ভাঙনের কবলে পড়ছে নতুন নতুন গ্রাম

shariat-today

পদ্মার তীব্র স্রোতে শরীয়তপুরে ভাঙনের কবলে পড়ছে নতুন নতুন গ্রাম। একদিনে নড়িয়া স্বাস্থ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি স্থাপনা, মুলফৎগঞ্জ বাজারের কয়েকটি দোকানসহ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

 

ভাঙনের কবলে পড়েছে উপজেলার পাঁচগাও, চন্ডিপুর, নিকারী পাড়া ও শেখ কান্দিসহ ৫টি নতুন গ্রাম। এতে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। অনেকে শেষ সম্বলটুকু নিয়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন।

সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত নড়িয়া পৌরসভাসহ কেদারপুর, মোক্তারেরচর ও ঘরিসা ইউনিয়নে অব্যাহত ভাঙ্গনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি ভবন, মুলফৎগঞ্জ বাজারের আরো ২০টি দোকানসহ কমপক্ষে ৪০টি বসতভিটা নদীতে তলিয়ে গেছে। ভাঙনের তীব্রতা ঠেকাতে জিও ব্যাগ ফেলানো হলেও কোনোভাবেই থামানো যাচ্ছে গ্রাসী পদ্মাকে। এদিকে, তীব্র স্রোতের কারণে একনেকে পাশকৃত প্রকল্পটির কাজ এ মুহূর্তে শুরু করা সম্ভব হচ্ছেনা বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন।