SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১১-০৯-২০১৮ ১৫:১৪:৪৭

বেগম জিয়ার মুক্তির দাবিতে আগামীকাল সারাদেশে প্রতীকী অনশন

rizvi-final

বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামীকাল ঢাকাসহ জেলা সদরগুলোতে প্রতীকী অনশন পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। 

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) সকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সরকার একতরফা নির্বাচন করতে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের ধরপাকড় করছে বলে অভিযোগ করেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, 'জাতীয় নির্বাচনকেও এক তরফা করতে অবৈধ ভোটারবিহীন সরকার নানা নীল নকশা করেই যাচ্ছে, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় থানায় গায়েবী মামলা দায়ের অব্যাহত রয়েছে।

এসময় তিনি আরো জানান, 'বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামীকাল ঢাকাসহ জেলা সদরগুলোতে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত প্রতীকী অনশন পালন করা হবে।