SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২৫-০৮-২০১৮ ১৮:২৬:৪৪

লটারির ড্র অনুষ্ঠানে গুলিতে স্কুলছাত্রসহ আহত ৩

naoga-injury

নওগাঁয় ঈদ মেলায় লটারির ড্র অনুষ্ঠানে দুর্বৃত্তের গুলিতে এক স্কুলছাত্রসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।

 

পুলিশ জানায়, গতকাল শুক্রবার (২৪ আগস্ট) রাতে রানীনগর উপজেলার কফিলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ঈদ মেলার লটারির ড্র অনুষ্ঠান চলছিল। এ সময় মঞ্চ লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে রুবায়েত হোসেন নামে ৭ম শ্রেণির এক ছাত্র গুলিবিদ্ধ এবং আরো দুইজন আহত হন। গুরুতর অবস্থায় স্কুলছাত্র রুবায়েতকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।