SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ২৫-০৮-২০১৮ ১২:৫২:০৮

দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় লেইন

hawa-storm-final

দুর্বল হয়ে এসেছে যুক্তরাষ্ট্রের হাওয়াই উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় লেইন। ঘূর্ণিঝড়টি 'ক্যাটাগরি ওয়ানে' অবস্থান করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

 

আগামী ১২ ঘণ্টার মধ্যে এটা আরও দুর্বল হয়ে যাবে বলেও উল্লেখ করা হয়। তবে, ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলে এখনো ঘণ্টায় প্রায় একশ' ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা ও ভূমিধস। ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে। একইসঙ্গে, হাওয়াই জুড়ে এখনো জারি রয়েছে জরুরি অবস্থা।