SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২৫-০৮-২০১৮ ১২:০৬:২০

মাগুরায় গুলিতে নিহত ২

killed

মাগুরায় গুলিবিদ্ধ হয়ে দু’জন নিহত হয়েছেন। পুলিশ বলছে, ‘ডাকাত’ দলের দু’পক্ষের বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ আগস্ট) ভোরে সদর উপজেলার রাউতড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ভাবনহাটি গ্রামের শিবাদুল ইসলাম ওরফে শিবা ও যশোরের বাঘারপাড়ার কামাল মোল্যা (৩২)। 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম জানান, টাকা ভাগাভাগি নিয়ে স্থানীয় একটি ইটভাটার মধ্যে ডাকাত দলের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় একপক্ষ অপর পক্ষের ওপর গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শিবাদুল ও কামাল নামে দু’জন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

নিহতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে জানান তিনি।