SomoyNews.TV

Somoynews.TV icon বিনোদনের সময়

আপডেট- ২৫-০৮-২০১৮ ১০:২৫:৪৮

ছুটিতে যেভাবে সময় কাটান সুহান খান

cgnhjfg

শাহরুখ খানের একমাত্র কন্যা সুহানা বন্ধু-বান্ধবের সঙ্গে ছুটি কাটাতে দেখা যায়। শুধু যে বন্ধুদের সঙ্গেই তিনি ছুটি কাটান তা কিন্তু নয়। পরিবারকে দেওয়া তার কাছে খুব গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে ছুটি কাটাতে তাঁর কাছে চলে যান মা গৌরী।


সম্প্রতি ভোগকে দেওয়া তাঁর প্রথম সাক্ষাৎকারে সুহানা জানান, 'আমরা জানি একসঙ্গে সময় কাটানো কতখানি প্রয়োজন। মা আমাদের সবার কাজের প্ল্যান করে দেয়, আমাদের ছুটি কাটানোর প্ল্যানও করে দেয়। ছুটির সময় আমরা শুধুই ঘুরে বেড়াই, সিনেমা দেখি আর খেলাধুলো করি।'

সুহানা খান বর্তমানে লন্ডনের আর্দিংলি কলেজে পড়াশোনা করছেন। আরিয়ান ইতিমধ্যেই লস এঞ্জেলেসে সিনেমার বিষয়েই পড়াশোনা করছেন। সুহানা তাঁর পরিবারের থেকে দূরেই থাকেন।