SomoyNews.TV

বিশ্বকাপের সময়

আপডেট- ১৪-০৬-২০১৮ ১৭:৩৮:৫৮

এক নজরে সেনেগাল দলের খুটিনাটি

senegal

এক নজরে দেখে নেয়া যাক সেনেগাল দলের খুটিনাটি-

এক নজরে:
দেশ: সেনেগাল।
ফিফা র‍্যাংকিং: ২৭।
বিশ্বকাপের গ্রুপ: 'এইচ'।
বিশ্বকাপে অংশগ্রহণ: ১ বার।
বাছাইপর্বে অংশগ্রহণ: ১২ বার।
প্রথম বিশ্বকাপ: ২০০২।
সবশেষ বিশ্বকাপ: ২০০২।
বিশ্বকাপে সেরা সাফল্য: কোয়ার্টার ফাইনাল- ২০০২।
ফিফা বিশ্বকাপের অলটাইম র‍্যাংকিং: ৪৫, পয়েন্ট: ৮।
কোচ: আলিও সিসে (সেনেগাল)।
অধিনায়ক: সেইখোও কুয়েটি।
তারকা ফুটবলার: সাদিও মানে- আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ গোলদাতাদের একজন। ২০১৬ সালে ৩৪ মিলিয়ন ইউরোতে লিভারপুলে যোগ দিয়ে আফ্রিকার সবচেয়ে দামি খেলোয়াড়ের রেকর্ড গড়েন। তার ক্ষীপ্রতা, শক্তিমত্যা আর দক্ষতা সেনেগালের জন্য সম্পদ।

যেমন ছিলো বাছাইপর্ব:
সেনেগাল ০-০ বুরকিনা ফাসো
সেনেগাল ২-০ কেপ ভার্দে
সেনেগাল ২-১ দক্ষিণ আফ্রিকা
বুরকিনা ফাসো ২-২ সেনেগাল
কেপ ভার্দে ০-২ সেনেগাল
দক্ষিণ আফ্রিকা ০-২ সেনেগাল

সেনেগালের ২৩ সদস্যের চূড়ান্ত দল

গোলরক্ষক: আবদোলাই দিয়ালো, আলফ্রেড গোমিস, খাদিম এনদিয়াই।
ডিফেন্ডার: সালিউ সিস, কালিদু কোলিবালি, কারা এমবোজি, ইউসুফ সাবালি, লামিন গাসামা, মুসা ওয়াগ।
মিডফিল্ডার: ইদ্রিসা গুইয়ে, সালিফ সানে, চেইখো কোয়েত (অধিনায়ক), আলফ্রেড এনদিয়াই, চেইখ এনদিয়াই, বাদু এনদিয়াই।
ফরোয়ার্ড: মুসা সো, মামে বিরাম দিউফ, সাদিও মানে, মুসা কোনাতে, দিয়াফ্রা সাখো, ইসমাইলা সার, কেইটা বালদে, এমবায়ে নিয়াং।