SomoyNews.TV

বিশ্বকাপের সময়

আপডেট- ১৪-০৬-২০১৮ ১৭:৩৮:২৯

এক নজরে জাপান দলের খুঁটিনাটি

japan

এক নজরে দেখে নেয়া যাক জাপান দলের খুঁটিনাটি-

এক নজরে:
দেশ: জাপান।
ফিফা র‍্যাংকিং: ৬১।
বিশ্বকাপের গ্রুপ: 'এইচ'।
বিশ্বকাপে অংশগ্রহণ: ৫ বার।
বাছাইপর্বে অংশগ্রহণ: ১৪ বার।
প্রথম বিশ্বকাপ: ১৯৯৮।
সবশেষ বিশ্বকাপ: ২০১৪।
বিশ্বকাপে সেরা সাফল্য: শীর্ষ ১৬ - ২০০২, ২০১০।
ফিফা বিশ্বকাপের অলটাইম র‍্যাংকিং: ৩৫, পয়েন্ট: ১৬।
কোচ: আকিরা নিশিনো (জাপান)।
অধিনায়ক: মাকুটু হাসিবি।
তারকা ফুটবলার: মায়া ইয়োশিডা।

যেমন ছিলো বাছাইপর্ব:
জাপান ২-১ সৌদি আরব
জাপান ২-০ অস্ট্রেলিয়া
জাপান ১-২ আরব আমিরাত
জাপান ২-১ ইরাক
জাপান ৪-০ থাইল্যান্ড
সৌদি আরব ১-০ জাপান
অস্ট্রেলিয়া ১-১ জাপান
আরব আমিরাত ০-২ জাপান
ইরাক ১-১ জাপান
থাইল্যান্ড ০-২ জাপান

জাপানের ২৩ সদস্যের চূড়ান্ত দল

গোলরক্ষক : আইজি কাওয়সিমা, মাসাকি হিগাশিগুচি, কসুকে নাকামুরো
ডিফেন্ডার : ইয়ুতো নাগাটোমো, তমোইয়াকি মাকিনো, ওয়াতারু এন্দো, মায়া ইয়োশিদা, হিরকো সাকাই, গোতোকু সাকাই, গেন শজি, নাওমিচি ইয়েদা
মিডফিল্ডার : মাকোতো হাসেবে, তোশিহিরো আয়োয়ামা, কেইসুকে হোন্ডা, তাকাশি ইনুই, শিনজি কাগাওয়া, হোতারু ইয়ামাগুচি, জেঙ্কি হারাগুচি, তাকাশি উসামি, গাকু শিবাসাকি, রায়োতা ওশিমা, কেন্তো মিসাও, ইয়োসুকে, ইদেগুচি
স্ট্রাইকার : শিনজি ওকাজাকি, ইউয়া ওসাকো, ইয়োশিনরি মুতো, তাকুমা আসানো।