SomoyNews.TV

বিশ্বকাপের সময়

আপডেট- ১৪-০৬-২০১৮ ১৭:৩৭:১২

এক নজরে দক্ষিণ কোরিয়া দলের খুটিনাটি

suouth

এক নজরে দেখে নেয়া যাক দক্ষিণ কোরিয়া দলের খুটিনাটি-

এক নজরে:
দেশ: দক্ষিণ কোরিয়া।
ফিফা র‍্যাংকিং: ৫৭।
বিশ্বকাপের গ্রুপ: 'এফ'।
বিশ্বকাপে অংশগ্রহণ: ৯ বার।
বাছাইপর্বে অংশগ্রহণ: ১৪ বার।
প্রথম বিশ্বকাপ: ১৯৫৪।
সবশেষ বিশ্বকাপ: ২০১৪।
বিশ্বকাপে সেরা সাফল্য: চতুর্থ স্থান- ২০০২।
ফিফা বিশ্বকাপের অলটাইম র‍্যাংকিং: ২৬, পয়েন্ট: ২৪।
কোচ: শিন তেই ইয়ং (দক্ষিণ কোরিয়া)।
অধিনায়ক: কি সুং-ইয়াং।
তারকা ফুটবলার: কি সুং-ইয়াং (দক্ষিণ কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়। সোয়ানসি সিটির এ মিডফিল্ডার এনিয়ে ছয় মৌসুম কাটিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগে।)

দক্ষিণ কোরিয়ার ২৩ সদস্যের চূড়ান্ত দল

গোলরক্ষক : কিম সিউং গিউ, কিম জিন হিউন, চো হিউন উ।
ডিফেন্ডারস : লি ইয়ং, জুং সিউং হিউন, ওহ বান সুক, ইউন ইয়ুং সুন, পার্ক জু হো, কিম মিন উ, হং চুল, কিম ইয়ুং গুন, জ্যাং হিউন সু, গো ইয়ু-হান।
মিডফিল্ডার : জু সি জং, লি সিউং উ, কো জা সেউল, জাং উ ইয়ং, কি সিউং ইয়ুয়েং (অধিনায়ক), লি জায়ে-সুং, মুন সিওন-মিন।
ফরোয়ার্ড : কিম শিন উক, সন হিউং মিন, ওয়াং হি চান।