SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১২-০৪-২০১৮ ০২:৫৪:১০

আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫৭

aljeria

আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে বেশিরভাগই সেনা বলে জানা গেছে। আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বিভিন্ন গণমাধ্যম এ তথ্য জানায়।


বুধবার সকালে দেশটির রাজধানী আলজিয়ার্সের কাছে একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই এটি বিধ্বস্ত হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে 'ইলিউশন টু-সেভেন্টি সিক্স' নামের বিমানটিতে বেশিরভাগই সেনা সদস্য ছিলেন। এ ঘটনায় আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দেশটিতে এর আগে চার বছর আগে এক সামরিক বিমান দুর্ঘটনায় প্রায় ৭৭ জন নিহত হন।