SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ০১-০৪-২০১৮ ১৪:৩০:৪৩

সোমবার পদ্মা সেতু নির্মাণ কাজ পরিদর্শনে যাচ্ছেন রাষ্ট্রপতি

president

কাল পদ্মা সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে যাবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।


পদ্মা সেতুর মুন্সিগঞ্জ অংশে যাওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। তিনি কাজের বর্তমান অবস্থা, অগ্রগতি সম্পর্কে খোঁজ নেবেন। এরপরের দিন, মঙ্গলবার সকালে পদ্মা সেতুর শরীয়তপুর অংশে নির্মাণকাজ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির এই আগমনকে ঘিরে এখন প্রকল্প এলাকায় শুরু হয়েছে নানা রকম প্রস্তুতি। এ তথ্য নিশ্চিত করেছেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেন।

মনির হোসেন সংবাদ মাধ্যমকে জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে সার্ভিস এরিয়া-২ এ অবতরণ করবেন। এখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। তারপর সোমবার দুপুরের খাবার খেয়ে পদ্মা সেতুর নির্মাণকাজ ঘুরে দেখবেন রাষ্ট্রপতি।

বিকালে তিনি জাজিরা প্রান্তে সার্ভিস এরিয়া-১ এ চলে যাবেন। সেখানে সন্ধ্যায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। পরদিন সকালে আবার ঢাকার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি।