SomoyNews.TV

Somoynews.TV icon বাংলার সময়

আপডেট- ২০-০৩-২০১৮ ০৮:৪৫:৪০

শোকে আচ্ছন্ন প্রিয়কের বাড়ি

gazi-plane

নেপালে বিমান দুর্ঘটনায় নিহত ফারুক হোসেন প্রিয়ক ও তার সন্তান প্রিয়ণ্ময়ীর গ্রামের বাড়ি গাজীপুরে নেমে এসেছে শোকের ছায়া।

 

সোমবার রাত ৮টায় শ্রীপুরে নিয়ে যাওয়া হয় তাদের লাশ। এসময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এর আগে, মৃতদেহ দেশে আসছে এ খবর পাওয়ার পর, প্রিয় মানুষের মুখ এক নজর দেখতে সকাল থেকেই ভিড় করেন আত্মীয়রা। 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আজ সকালে তৃতীয় ও চতুর্থ দফায় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে প্রিয়ক ও প্রিয়ণ্ময়ীকে।

প্রিয়কের স্ত্রী আলমুন নাহার অ্যানিও ঘটনাস্থলে তাদের সঙ্গেই ছিলেন। কিন্তু প্রাণে বেঁচে যান তিনি। তবে দুর্ঘটনায় আহত হওয়ায় তাকে স্বামী এবং সন্তানের মৃত্যুর খবর প্রাথমিকভাবে দেয়া হয়নি। 

রোববার অ্যানিকে হাসপাতাল থেকে গাজীপুরে নিয়ে যাওয়া হয়। সেখানেই দাফনের আগে স্বামী-সন্তানের মৃত্যুর খবর পাওয়ার কথা রয়েছে তার।

১২ মার্চ নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হন ফারুক হোসেন প্রিয়ক ও তার একমাত্র সন্তান প্রিয়ণ্ময়ী। আহত হন ফারুকের স্ত্রী আলমুন নাহার এ্যানি, ভাই মেহেদী হাসান মাসুম ও তার স্ত্রী কামরুন নাহার স্বর্ণা।