SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১১-০৩-২০১৮ ১৬:১৮:৩৮

পদ্মা সেতু প্রকল্পের ৫৭ শতাংশ অগ্রগতি হয়েছে: কাদের

com-oka-jpg-ed

পদ্মা সেতু প্রকল্পের কাজ ৫৭ শতাংশ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে একথা বলেন তিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি উড়াল সেতুর কাজ আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে বলেও জানান মন্ত্রী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'বাংলাদেশে প্রথম একটা উজ্জল দৃষ্টান্ত স্থাপিত হতে যাচ্ছে ৩টি বড় ব্রিজের নির্মাণ কাজের সময় এবং নির্মাণ ব্যয় দুটোই কমে যাচ্ছে। এই ৩টি ব্রিজের কাজ শেষ হওয়ার কথা আগামী বছরের জুন মাসে। সেখানে এই কাজ ৬ মাস আগে ডিসেম্বর মাসে শেষ করার লক্ষ্যে কাজ এগিয়ে যাচ্ছে।'

তিনি অরো বলেন, 'পদ্মা সেতু প্রকল্পের কাজ ৫৭ শতাংশ অগ্রগতি হয়েছে। এবং কাজ ভালোভাবে এগিয়ে যাচ্ছে।'