SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২৮-০১-২০১৮ ১০:৪৮:৫৫

অবশেষে বসল পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান

padma-copy

দফায় দফায় চেষ্টার পর অবশেষে বসানো হলো পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান। এর আগে শনিবার নাব্য সংকটের কারণে কয়েক দফা চেষ্টা করেও বসানো যায়নি স্প্যানটি।

 

রোববার সকাল সাড়ে দশটার দিকে ভাসমান ক্রেনের মাধ্যমে পদ্মার জাজিরা প্রান্তে সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারে স্প্যানটি বসানোর হয়। এখন চলছে প্রথম স্প্যানটির সঙ্গে জোড়া দেয়ার প্রক্রিয়া। এ স্প্যানটি বসানোর ফলে পদ্মা সেতুর তিন'শ মিটার দৃশ্যমান হলো।

এর আগে নদীতে পলি জমে গভীরতা কমে যাওয়ায়, মাওয়া প্রান্ত থেকে স্প্যানটি নিয়ে আসতে সময় লেগে যায় ৭ দিন। জাজিরা প্রান্তে গত বছরের সেপ্টেম্বরে প্রথম স্প্যানটি বসানোর পর দ্বিতীয় স্প্যানটি বসানোর প্রস্তুতি নেন প্রকৌশলীরা।

যেভাবে বসলো পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান দেখুন ভিডিওতে