SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ২৮-০১-২০১৮ ১০:১২:৫৬

আবারও পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ শুরু

padma

আজ আবারও পদ্মা সেতুর দ্বিতীয় স্প্যান বসানোর কাজ শুরু হয়েছে। এর আগে শনিবার দফায় দফায় চেষ্টা করেও বসানো যায়নি স্প্যানটি। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নাব্য সংকটের কারণে স্প্যানটি বসানো যায়নি।

 

ভাসমান ক্রেনের মাধ্যমে শনিবার বেলা বারোটার দিকে পদ্মার জাজিরা প্রান্তে সেতুর ৩৮ ও ৩৯ নম্বর পিলারে স্প্যান বসানোর কাজ শুরু হয়। সে সময় দায়িত্বে নিয়োজিত প্রকৌশলীরা স্প্যানটি বসাতে ২ ঘণ্টা সময় লাগার কথা জানিয়েছিলেন। কিন্তু গভীরতা কম থাকায় বিকেল পর্যন্ত তা স্থাপন করা সম্ভব হয়নি।

এ কারণে স্প্যান বসানোর কাজে বিরতি দেয় কর্তৃপক্ষ। এর আগে নদীতে পলি জমে গভীরতা কমে যাওয়ায় মাওয়া প্রান্ত থেকে স্প্যানটি নিয়ে আসতে সময় লেগে যায় ৭ দিন। এ স্প্যানটি বসলে পদ্মা সেতুর ৩০০ মিটার দৃশ্যমান হবে। জাজিরা প্রান্তে গেল বছরের সেপ্টেম্বরে প্রথম স্প্যানটি বসানোর পর দ্বিতীয় স্প্যানটি বসানোর প্রস্তুতি নেন প্রকৌশলীরা।