SomoyNews.TV

Somoynews.TV icon মহানগর সময়

আপডেট- ১১-০১-২০১৭ ১৭:০৬:৩৬

শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গভবনে আওয়ামী লীগ

presi-dlg-up

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সংলাপে অংশ নিয়েছেন সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী, বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সংলাপে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা।
এ সময় দলের পক্ষ থেকে, স্বাধীন নির্বাচন কমিশন গঠনে সাত দফা প্রস্তাব দেয় দলটি। প্রায় আধা ঘণ্টা বৈঠক শেষে বঙ্গভবন ত্যাগ করেন আওয়ামী লীগের নেতারা।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সংলাপের বিষয়ে সন্ধ্যা ৬টায় ধানমন্ডির দলীয় সভানেত্রীর কার্যালয়ে ব্রিফিং করা হবে। গেল বছরের ১৮ ডিসেম্বর বিএনপির সাথে সংলাপের মাধ্যমে ইসি পুনর্গঠন নিয়ে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি।