SomoyNews.TV

Somoynews.TV icon আন্তর্জাতিক সময়

আপডেট- ১১-০১-২০১৭ ১৬:৩৪:৪০

ভারতে শুরু আন্তর্জাতিক ঘুড়ি উৎসব

ind-kite

ভারতের পশ্চিমাঞ্চলের আহমেদাবাদ শহরে জাকজোমক ভাবে শুরু হয়েছে আন্তর্জাতিক ঘুড়ি উৎসব। রোববার থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে আগামী সাতদিন ব্যাপী।

৩১টি দেশ থেকে আসা নানা বয়সী মানুষ বিভিন্ন নকশার ১শ' ৮০ টি ঘুড়ি নিয়ে হাজির হন আন্তর্জাতিক এ ঘুড়ি উৎসবে। বড়, ছোট বিভিন্ন আকারের ঘুড়ির দেখা মিলবে আহমেদাবাদ শহরের আকাশে।

অনুষ্ঠানটিকে ঘিরে দর্শকের মাঝে থাকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। প্রত্যেক বছর আয়োজিত এই ঘুড়ি উৎসবে তাই ঢল নামে অনেক দর্শনার্থীর। হিন্দুদের বিশেষ অনুষ্ঠান মকর সংক্রান্তি উপলক্ষে এ ঘুড়ি উৎসব পালন করা হয়।