china-girl

চীনের পূর্বাঞ্চলে পাঁচ তলা বাসা থেকে পড়ে গিয়ে চার তলার ব্যালকনিতে আটকে-পড়া এক শিশুকে উদ্ধার করেছে দমকলকর্মীরা। সোমবার শ্যানডোং প্রদেশের কুইকডাও শহরের একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

পাঁচ বছর বয়সী শিশুটি পড়ে যাওয়ার সময় কাপড় শুকানোর একটি রশি ধরে চার তলায় আটকে থাকে। পরে প্রতিবেশীরা পুলিশ ও দমকল বিভাগকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ কৌশলে শিশুটিকে উদ্ধার করে। শিশুটি পড়ে যাওয়ার সময় তার বাসায় কেউ ছিলো না বলে জানিয়েছে পুলিশ।

তবে, তার মা জানিয়েছেন তার দুই সন্তানকে দাদির কাছে রেখে গিয়েছিলেন। তিনিও বাইরে গেলে ওই শিশুটি তাকে অনুসরণ করতে গিয়ে নিচে পড়ে যায়।

en.Somoynews.tv