পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেই ছাড়লো নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ১৫ রানে হারিয়েছে কিউইরা। আগে ব্যাট গাপটিলের সেঞ্চুরিতে ২৭১ রান করে করে নিউজিল্যান্ড।
জবাবে কিউইদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৫৬ রানেই থামে অতিথিদের ইনিংস।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু থেকেই বেশ আক্রমণাত্মক খেলে নিউজিল্যান্ডের দুই ওপেনার গাপটিল ও মুনরো। দলীয় ৫২ রানে ব্যক্তিগত ৩৪ রানে আউট হন ওপেনার মুনরো। এরপরই দলের রানের চাকা সজল রাখেন গাপটিল। উইলিয়ামসন টেকেননি বেশিক্ষণ।
তবে, অভিজ্ঞ রস টেইলর ভালই সঙ্গ দেন। ক্যারিয়ারে ১৪তম সেঞ্চুরি হাঁকিয়ে গাপটিল আউট হবার পর, টেইলরের ৫৯ রানের ভর করে ৭ উইকেট হারিয়ে ২৭১ রান করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। হ্যারিস সোহেলেরৈ ৬৩ ও সাদাব খানের ৫৪ রান ছাড়া কেউই বলার মতো স্কোর করতে পারেনি। শেষ পর্যন্ত ২৫৬ রানে থামে পাকিস্তান।