বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে বাজেভাবে হারের দুঃস্মৃতি ভুলে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে জিম্বাবুয়ে।
সিকান্দার রাজার দুর্দান্ত ব্যাটিংয়ে লঙ্কানদের সামনে লড়াকু টার্গেট দাঁড় করিয়েছে গ্রায়েম ক্রেমারের দল। শ্রীলঙ্কার সামনে ২৯১ রানের লক্ষ্য দিয়েছে জিম্বাবুয়ে।
মিরপুরে দুপুরে টস হেরে প্রথমে ব্যাটে নামে জিম্বাবুয়ে। দলের জন্য দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার সুলেমান মিরে এবং হ্যামিলটন মাসাকাদজা। দলীয় ৭৫ রানে প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। ৩৪ রানে থিসারা পেরেরার শিকার হয়ে ফেরেন মিরে। আর ৭৩ রানের দারুণ এক ইনিংস খেলে থামেন মাসাকাদজা। ক্রেইগ এরভিন (২) অবশ্য দাঁড়াতে পরেননি তবে ব্রেন্ডন টেইলের সঙ্গে জুটি বেঁধে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান দারুণ ফর্মে থাকা সিকান্দার রাজা।
৫১ বলে ৩৮ রানের হিসেবি ইনিংস খেলে ফেরেন টেইলর। তবে একপাশ আগলে লড়ে যান রাজা। তুলে ব্যাক টু ব্যাট হাফসেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ারের দশম সেঞ্চুরি হাঁকানোর দিনে রাজা অপরাজিত থাকেন ৮১ রানে। ৬৭ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৮ চার এবং ১ ছক্কায়। শেষ পর্যন্ত জিম্বাবুয়ের ইনিংস শেষ হয় ২৯০ রানে।
স্কোর: জিম্বাবুয়ে ২৯০/৬ (মাসাকাদজা ৭৩, রাজা ৮১; পেরেরা ২/৪৩)