কলকাতার আলিপুর কেন্দ্রীয় কারাগার থেকে বিচারাধীন তিন বাংলাদেশি বন্দী পালিয়েছে বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ।
শনিবার গভীর রাতে, কারাগারের চার নম্বর ওয়াচ টাওয়ারের সামনের সেল থেকে ওই তিন বন্দী পালায় বলে জানা গেছে। পালিয়ে যাওয়া ওই তিন বাংলাদেশির নাম যথাক্রমে ফারুক হাওলাদার, ইমন চৌধুরী রনয় এবং ফেরদৌস শেখ। উত্তর ও সোনাপুর এলাকা থেকে এদের গ্রেফতার করা হয়েছিল। ফারুকের বিরুদ্ধে অস্ত্র আইন ও ডাকাতি, ইমনের বিরুদ্ধে অপহরণ এবং ফেরদৌসের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে বিচার চলছিল। এদিকে বন্দী পালানোর ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বন্দীদের ধরতে সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।