বিশ্ব ইজতেমায় অসুস্থ মুসল্লিদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান।
ইজতেমা ময়দানের উত্তর পাশের মাঠ ও হোন্ডা সড়কসহ বেশ কয়েকটি স্থানে অন্তত ৩০টি মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছেন অর্ধশত অ্যাম্বুলেন্স। প্রতিদিন বার্ধক্য ও ঠাণ্ডাজনিত নানা কারণে অসুস্থ হাজার হাজার মুসল্লি সেখান থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। হতদরিদ্র রোগীরা বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।