আগামী জাতীয় নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার সকালে রাজধানীর এফডিসিতে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান তিনি। তোফায়েল বলেন, নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে।
মন্ত্রী বলেন, 'আগামী নির্বাচনটা অংশগ্রহণমূলকই হবে। এতে আমার কোনো সন্দেহ নাই। নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে। আগামী নির্বাচনে বিএনপি আসবেই। এখন তারা বলার জন্য বলে যে, সংলাপ হতে হবে। যে সরকারটা আছে এই সরকারই তিন মাস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।'