আসন্ন চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে ম্যাচে জিততে হলে রিয়াল খেলোয়াড়দের সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে লড়াই করতে হবে বলে মন্তব্য করেছেন জিনেদিন জিদান। কোয়ার্টার ফাইনালে যেতে হলে প্রথম লেগে জয়ের কোন বিকল্প নেই বলেও জানান তিনি।
সাম্প্রতিক ফর্ম এতোটাই পড়তির দিকে যে, নতুন বছরে এখনো জয়ের মুখ দেখেনি রিয়াল মাদ্রিদ। তাই আসন্ন ইউসিএল'র ম্যাচ নিয়ে এখন থেকেই ছক কষতে বসে গেছেন জিজু। তবে প্রতিপক্ষের সাম্প্রতিক ফর্ম মাথা ব্যথার কারণ তার। চলতি মৌসুমে নেইমার-কাভানি আর এমবাপেতে যেন উড়ছে ফ্রান্সের দলটি।
আর অন্যদিকে রোনালদো, বেনজেমা, অ্যাসেনসিওরা যেন হারিয়ে খুঁজছেন নিজেদের। তাই দল নির্বাচন থেকে শুরু করে প্রতিটি পদক্ষেপে বেশ সাবধানী জিদান। তবে নিজেদের দিনে রিয়ালের এ স্কোয়াড যে কাউকে গুড়িয়ে দিতে পারবে বলেও আশাবাদ তার।
জিদান বলেন, 'দেখুন, আমাদের আগে এ ম্যাচটা জিততে হবে, তারপর আমরা সামনের ম্যাচগুলো নিয়ে ভাববো। আর পিএসজি এখন যে ফর্মে আছে, তাদের হারাতে পারলে এরপর বার্সেলোনা বা অ্যাতলেটিকো যেই আসুক সেসব নিয়ে আমাদের কোন ভাবনা নেই। আমি আমার খেলোয়াড়দের বলেছি, তোমরা এখনো বিশ্ব সেরা; তাই নিজেদের সর্বোচ্চটা দিয়ে মাঠে লড়াই করো।