মাগুরায় এক পুলিশ কনস্টেবলসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সকালে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের জোকারচর এলাকায় ঢাকামুখী একটি ট্রাকের সঙ্গে, বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হন। আহত হন ২ জন। পরে একই এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে আরো পাঁচ জন আহত হন।
মাগুরার আলমখালি এলাকায়, শহরগামী মোটর সাইকেলকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই, মোটর সাইকেলের আরোহী কনস্টেবল আমিরুল ইসলাম নিহত হন। এছাড়া, ফরিদপুর, বগুড়া ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় আরো চারজনের মৃত্যু হয়।