এবছর উইম্বলডন দিয়ে টেনিসে ফিরতে চান ইনজুরি আক্রান্ত বৃটিশ তারকা অ্যান্ডি মারে। হিপ ইনজুরির কারণে তিনি নাম প্রত্যাহার করেছেন বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেন থেকে।
তিন গ্র্যান্ডস্লামের মালিক অ্যান্ডি মারে ছয় মাস ধরে কোনো প্রতিযোগিতামূলক টেনিস খেলছেন না। হিপ ইনজুরি নিয়ে সার্জনের ছুরির নিচে যেতে হয়েছে তাকে। কয়েকটি টুর্নামেন্ট থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন।
গেলো বছর উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে যুক্তরাষ্ট্রের স্যাম কোয়েরির বিপক্ষে খেলা ম্যাচে ইনজুরি আক্রান্ত হন মারে। সে ম্যাচে হেরেও গিয়েছিলেন তিনি। আবারো উইম্বলডন দিয়েই ফিরতে চান বৃটিশ টেনিস তারকা।