দর্শকের কল্যাণে নতুন বছরের শুরুটা জমজমাট হলো সালমান খানের। ২০১৭’র শেষে মুক্তি পাওয়া ‘টাইগার জিন্দা হ্যায়’র আয় ছাড়িয়ে গেছে আড়াইশ’ কোটির ঘর।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, ‘২০১৭’র শেষ দিন, ৩১ ডিসেম্বর শেষ হলো একটি ধামাকার সঙ্গে। “টাইগার জিন্দা হ্যায়” কাঁপিয়ে দিলো আরেকবার। ব্যবসায় দারুণ উন্নতি দেখা গেছে। সবমিলিয়ে মোট আয় ২৫৪ কোটি ৭৫ লাখ রুপি।’
সামনের দুই সপ্তাহে নতুন আর কোনো সিনেমা মুক্তি পাবে না। তাই ফাঁকা মাঠে ‘টাইগার জিন্দা হ্যায়’র ব্যবসা আরও ভালো হবে বলেই মনে করছেন সবাই।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস