বিসিবি'র ছাড়পত্র না পাওয়ায় সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া টি-টেন ক্রিকেটে অংশ নিতে পারছেন না পেসার মোস্তাফিজুর রহমান। চোটের সতর্কতা বিবেচনা করেই শ্রীলঙ্কা সিরিজের আগে কাটার মাস্টারকে ছাড়পত্র দেয়া হচ্ছে না বলে জানা গেছে।
নতুন ফরম্যাটের এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে সাকিব আল হাসান ও তামিম ইকবাল খেললেও বিসিবি'র ছাড়পত্র না পাওয়ায় অংশ নিতে পারছেন না এই কাটার মাস্টার। উদ্বোধনী ম্যাচে সাকিবের কেরালা কিংসের মুখোমুখি হওয়ার কথা ছিলো ফিজের বেঙ্গল টাইগার্সের। প্রতিযোগিতায় অংশ নিতে বুধবার ঢাকা ছাড়েন সাকিব। ইংল্যান্ডের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি সাসেক্সের হয়ে খেলতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়ে দীর্ঘ দিন মাঠের বাইরে ছিলেন মোস্তাফিজ।
এছাড়াও গেলো সেপ্টেম্বর-অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরে আবারও ইনজুরিতে পড়েন মোস্তাফিজ। তাই আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের গুরুত্বের কথা বিবেচনা করেই তাকে শারজায় যাওয়ার অনুমতি দেয়া হয়নি বলে বিসিবি'র পক্ষ থেকে জানানো হয়েছে।
/এসএম