বিপিএলে শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে সাকিবের ঢাকা। অন্যদিকে গেলো ম্যাচে সিলেটকে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে ড্যারেন স্যামির রাজশাহী কিংস। ম্যাচটি শরু হবে দুপুর ১ টায়।
এবার শুরু থেকেই কিছুটা ব্যাকফুটে ছিলো রাজশাহী। প্রথম দুই ম্যাচ হারের পর তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পায় স্যামি, মুশফিকরা। পরের ম্যাচে আবোরো হার। তবে পঞ্চম ম্যাচে এসে সিলেটকে হারিয়ে জয়ের ধারায় ফিরে দলটি। অন্যদিকে প্রথম ম্যাচে হারলেও টানা তিন জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ঢাকা। তবে খুলনার বিপক্ষে ম্যাচে কষ্ট করেই জিততে হয়েছে টিম ডায়নামাইটসকে। সে ম্যাচ জয়ের অন্যতম নায়ক ছিলেন জহুরুল ইসলাম। শুক্রবার অনুশীলনের ফাঁকে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন, জয়ের ধারা ধরে রাখতে মরিয়া তার দল।