ভারতীয় অভিনেত্রী কারিশমা কাপুর ফের বিয়ে করতে চলেছেন- কিছুদিন ধরে এমন গুজবই ভাসছে বলিউডের বাতাসে। এবার কারিশ্মার বাবা রণধীর কাপুরের একটি বক্তব্য সেই গুজবের পালে হাওয়া লাগিয়েছে আরও।
ব্যবসায়ী সঞ্জয় কাপুরের সঙ্গে ১৪ বছরের সংসারের ইতি টানেন কারিশমা গত বছরেই। ইদানিং তাকে ঘুরতে দেখা যাচ্ছে মুম্বাই ভিত্তিক আরেক ব্যবসায়ী সঞ্জীব তোশনিওয়ালের সঙ্গে। একসঙ্গে বিভিন্ন রেস্তোরাঁ ও পার্টিতে দেখা যাচ্ছে তাদের। গোপন খবর, চুটিয়ে প্রেম করছেন তারা। এখন শোনা যাচ্ছে বিয়ের জন্যও প্রস্তত এই জুটি।

কারিশ্মার বাবা রণধীর কাপুরের কিন্তু এই সম্পর্ক নিয়ে কোনো আপত্তি নেই। এমনকী কন্যা দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসলে তাকে আশীর্বাদও দেবেন বলে স্থির করেছেন।
সাংবাদিকদের তিনি এ বিষয়ে বলেন, ‘যদি কারিশমা বিয়ে করতে চায়, তাহলে আমার আশীর্বাদ সবসময় ওর সঙ্গে রয়েছে। ওদের বয়সও কম। আমি ওদের ছবি দেখেছি। যদি ও আবার নতুন করে জীবন শুরু করতে চায়, ওর ছেলেমেয়েরা এবং ওর প্রাক্তন স্বামী এই সিদ্ধান্তে খুশি থাকে, তাহলে আমার সমর্থন সবসময় ওর সঙ্গে রয়েছে।’
সঞ্জয়ের সঙ্গে বিয়ে করে দুই সন্তান সামাইরা ও কিয়ানের মা হন কারিশমা। সেই সময়ই অভিনয় থেকে বিদায় নেন এক সময়ের জনপ্রিয় এই বলি নায়িকা।a
সূত্র : আনন্দবাজার
এসএন