ঝালকাঠিতে ইজিবাইকের চাকায় চাদর পেঁচিয়ে হাবিবুর রহমান নামে এক যাত্রী নিহত হয়েছেন।
পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার রাজাপুর উপজেলার কাউখালী বাজারে সুপারি বিক্রি শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন হাবিবুর রহমান।
এ সময় ইজিবাইকটি কেন্দ্রীয় মন্দির এলাকায় পৌঁছালে, নিজের চাদর পেঁচিয়ে পড়ে যান তিনি। এতে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পিএস/