৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে সংযুক্ত আরব আমিরাত বিএনপির কেন্দ্রীয় কমিটি। দুবাইয়ের সেন্ট মেরিস স্কুল মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
ইউএই বিএনপির সভাপতি প্রকৌশলী রফিক সিকদারের সভাপতিত্বে ও শেখ মুহাম্মদ মুনিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইউএই বিএনপির প্রধান উপদেষ্টা হাজী শরাফত আলী। প্রধান বক্তা ছিলেন ইউএই বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সালাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিরাত বিএনপির উপদেষ্টা আলহাজ্ব রফিক আহমেদ, জাহেদুল হাসান নাজিমসহ অনেকে। সভায় বক্তারা, দলীয় বিবাদ ভুলে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা ও জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।