প্লে অফের দ্বিতীয় লেগে উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে রাশিয়ার টিকিট নিশ্চিত করলো সুইজারল্যান্ড। প্রথম লেগে আইরিশদের ১-০ গোলে হারিয়েছিল সুইসরা। একই দিনে বিশ্বকাপের টিকিট পেয়েছে ক্রোয়েশিয়া। গ্রিসের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচ গোলশূন্য ড্র হলেও, প্রথম লেগে ৪-১ এ এগিয়ে ছিল ক্রোয়াটরা।
রাশিয়া বিশ্বকাপ নিশ্চিত করতে হলে এই ম্যাচে ড্র করলেই চলতো সুইজারল্যান্ডের। তবে ম্যাচের শুরু থেকে জয়ের জন্যই খেলতে নামে ভ্লাদিমির প্যাটকোভিচ শীষ্যরা। অন্যদিকে আগ্রাসী ছিল নর্দান আয়ারল্যান্ডও। প্রথমার্ধেই প্রতিপক্ষের গোলমুখে বার কয়েক আক্রমণ শানে তারা। তবে সুইসদের রক্ষণদুর্গে প্রতিহত হয় সেই আক্রমণ।
বিরতি থেকে ফিরে ম্যাচে এগিয়ে যাওয়ার বেশ কয়েকটি সুযোগ তৈরি করে স্বাগতিকরা। কিন্তু সেগুলো আলোর মুখ না দেখলে ম্যাচ গোলশূন্যভাবে শেষ হয়। আর তাতেই প্রথম লেগে এগিয়ে থাকার সুবাদে বিশ্বমঞ্চে পা রাখে সুইজারল্যান্ড। যদিও নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম লেগে করা তাদের গোলটি নিয়ে রয়েছে বিতর্ক।