SOMOY

আপডেট
১২-০৯-২০১৭, ১৯:১৩

জাতি গঠনের পথকে 'রুদ্ধ' করবে শিশুদের নেতিবাচক ইন্টারনেট ব্যবহার

child-computing-1
ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাহুলের বয়স এগারো। দিনের ক্লাস আর পড়াশুনার বাইরে বাকি সময়টাই তার কাটে ইন্টারনেট ব্যবহার করে। বাবা-মায়ের বারণ শোনা তো দূরের কথা এটি তার নেশার মতো হয়ে গেছে বলে অভিযোগ তার বাবা ইসমাইল চৌধুরীর। সময় নিউজকে তিনি বলেন, 'একবার বাসায় ইন্টারনেটের লাইন কেটে দিয়েছিলাম কিন্তু ছেলে খাওয়া-দাওয়া বন্ধ করে দেওয়ায় আমাকে আবারও ইন্টারনেট সংযোগ নিতে হয়েছে। আমার ছেলে ইন্টারনেটের নেশায় আসক্ত হয়ে পড়েছে।'

অন্যদিকে জারিফ নামের মাধ্যমিকে উত্তীর্ণ এক শিক্ষার্থীর বাবা বলছিলেন, 'ছেলেকে কোচিংয়ে না পাঠিয়ে অতিরিক্ত টাকা খরচ করে বাসায় শিক্ষক রেখেছিলাম। কিন্তু এরপরও বাইরে আড্ডা দিচ্ছিলো ছেলে। আবদার করে বলল- বাবা, মোবাইল কিনে দিলে আর বাইরে আড্ডা দিব না। সেই ভাবনা থেকেই ছেলেকে মোবাইল কিনে দিলাম। ছেলে বাইরে আড্ডা দেওয়া বন্ধ করল ঠিকই কিন্তু একই সঙ্গে বন্ধ করল পড়াশুনাও। এখন আর ছেলে বাইরে তেমন যায় না, পড়াশুনাও করে না, সারাদিন শুধু ফেসবুক নিয়েই বসে থাকে।'

এই অবস্থা শুধু রাহুল কিংবা জারিফের নয়। সম্প্রতি রাজধানীর কয়েক’শ শিক্ষার্থীর ওপর সময় টেলিভিশনের পরিচালিত এক জরিপে দেখা গেছে, রাজধানীর শতকরা ৮০ শতাংশ শিশুই বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছে। ইন্টারনেট ব্যবহারকারী শিশুদের মধ্যে শতকরা ৬৪ শতাংশ ব্যবহার করছে শুধুমাত্র বিনোদনের জন্য এবং ৩৬ শতাংশ শিক্ষামূলক উদ্দেশ্যে।

জরিপে আরও দেখা যায়, ২২ শতাংশ শিক্ষার্থীর নিজের স্মার্টফোন আছে। ফেসবুক একাউন্ট আছে ৪৪ শতাংশ শিক্ষার্থীর এবং শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে ৪৩ শতাংশ শিক্ষার্থীর মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে।

শিশুরা যখন বিনোদনের জন্য ইন্টারনেট ব্যবহার করছে তখন তার মধ্যে ইতিবাচক ব্যবহারের চাইতে নেতিবাচক ব্যবহারের সম্ভাবনাই বেশি বলে মনে করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. তাজুল ইসলাম।

তিনি বলেন, 'একজন শিশু গান শুনে কিংবা উপন্যাস পড়েও বিনোদন নিতে পারে। কিন্তু যখন সে ইন্টারনেট ব্যবহার করছে তখন সে নেতিবাচক ব্যবহারটাই বেশি করবে এটাই প্রাকৃতিক নিয়ম। মানুষের সহজাত প্রবৃত্তি হলো সে সব সময় সহজ বিনোদন খুঁজে। আর এই বিনোদন নেওয়ার জন্য যখন শিশুরা ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে তখন বিভিন্ন পর্ণ সাইট ব্যবহার করবে। একবার যখন কোনো শিশু পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাবে তখন ওই অবস্থার মধ্য থেকে তার বের হওয়ার সুযোগটা অনেক কম থাকবে। এখানে বাবা-মায়ের নিয়ন্ত্রণের সুযোগ শূন্যের কোঠায় গিয়ে দাঁড়াবে’ বলেন তিনি।'

তবে শুধুমাত্র পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া নয় বরং শিশুদের অধিক সময় ইন্টারনেট ব্যবহারই জাতি গঠনের পথকে রুদ্ধ করতে পারে বলে মনে করেন শিক্ষাবিদরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, 'পশ্চিমা সংস্কৃতি থেকে আমাদের সমাজে ইন্টারনেট প্রবেশ করেছে। এর ভালো ও মন্দ দুটি দিকই রয়েছে। তবে অধিকাংশ শিশুই দিন কাটায় গেমস খেলে। এটা জাতি গঠনের ক্ষেত্রে খুবেই ধ্বংসাত্মক একটি ব্যাপার।'

তিনি আরও বলেন, 'অধিকাংশ অভিভাবকই ইন্টারনেট সম্পর্কে অজ্ঞ হওয়ায় শিশুদের প্রতি নিয়ন্ত্রণহীনতা দিনে দিনে বাড়ছে। শিক্ষার পরিবর্তে তারা কুশিক্ষা গ্রহণ করছে। তারা যে শুধুমাত্র খারাপ শিক্ষা নিচ্ছে এমনটি নয় বরং অনেকেই জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ছে এই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে। দেশের ভবিষ্যৎ কর্ণধার হচ্ছে এই শিশুরা। আর তারাই যদি ইন্টারনেট ব্যবহারের কারণে বিপথে পরিচালিত হয় তবে তা আমাদের ভবিষ্যৎ জাতি গঠনে বিরূপ প্রভাব ফেলবে।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও শিক্ষাবিদ ড. মো. কায়কোবাদ বলেন, 'এতো বেশি প্রযুক্তি নির্ভরতা সমাজে একটা বিরূপ প্রভাব ফেলবে। কারণ, এই শিশুরা মানুষের সঙ্গে মিশতে না শিখে বরং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সময় কাটানো শিখছে। সে মানবিক সমাজে না বেড়ে বরং সাইবার সমাজের মধ্যে বড় হচ্ছে।'

একটা সময় জাতির ভার উঠবে এই শিশুদের হাতে। তাই তারা যদি ইন্টারনেট ব্যবহার করে কুপথগামী হয়ে গেলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে বলেও মনে করেন এ শিক্ষাবিদ।

শিশুদের ইন্টারনেট ব্যবহারের কারণে সমাজ বিপথে পরিচালিত হতে পারে বিশেষজ্ঞদের এমন আশঙ্কার পরও এর ব্যবহার বন্ধ করে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও প্রযুক্তিবিদ অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, 'শিশুরা সামাজিক কার্যক্রম বন্ধ করে যখন ইন্টারনেট ব্যবহার করছে সেটি সমাজের জন্য খারাপ ফল বয়ে নিয়ে আসবে এটাই স্বাভাবিক। কিন্তু ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দিয়েই এর সমাধান সম্ভব নয়। আমাদের এমন পথে যাওয়া প্রয়োজন যেখানে শিশু ইন্টারনেটও ব্যবহার করবে এবং তাদের ওপর এর নেতিবাচক প্রভাবও পড়বে না।'

সাজ্জাদ হোসেন বলেন, 'ইন্টারনেটের যেসব দিক শিশুদের জন্য ক্ষতিকর সেগুলো বন্ধ করে দেওয়ার পথ প্রযুক্তিতে রয়েছে। সেই পথকে আমাদের এমনভাবে কাজে লাগাতে হবে যাতে করে শিশুরা ইন্টারনেটের মধ্যে বেড়ে উঠেও এর ক্ষতিকর দিকগুলোর প্রভাবমুক্ত থাকে।'

DMCA.com Protection Status

এই বিভাগের সকল সংবাদ

...

সর্বশেষ সংবাদ

স্ক্যানারের অভাবে চট্টগ্রাম বন্দরে ভোগান্তি ও ক্ষতির মুখে ব্যবসায়ীরা বৃক্ষরোপণে মুস্তাফিজ ও উইলিয়াম ৩ দিনে সৌদিতে গ্রেপ্তার ২৪ হাজার অবৈধ অভিবাসী কুষ্টিয়ায় বয়লার বিস্ফোরণে নারী শ্রমিকের মৃত্যু নাটোরে মা ও নিজ সন্তানকে কুপিয়ে হত্যা সৌদির আরবেও একযোগে শুরু হয়েছে প্রাথমিক সমাপনী পরীক্ষা জেদ্দায় অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু পরিষদ উত্তর বাওয়াদি শাখার অভিষেক শারজাহে যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দল থেকে অপসারিত হলেন রবার্ট মুগাবে আকর্ষণীয় ম্যাচে মুখোমুখি ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ভাগ্য ফেরাতে খেলোয়াড়দের সহযোগিতা চান ওয়াকার বিসিবি'র সাথে হিসেব না চুকিয়েই লঙ্কায় চললেন হাথুরু? দুর্নীতির অভিযোগে অপ্রস্তুত হকি ফেডারেশন 'আয়রনম্যান' খেতাব জিতলেন বাংলাদেশি যুবক শুরু হচ্ছে এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা ফেদেরারকে ছাড়াই এটিপি ফাইনাল সব ম্যাচেই স্পট কিক নেবেন নেইমার জরিমানা গুনতে হবে তামিম-লিটনকে ছন্দে ফিরলো রেড ডেভিলরা কলকাতা টেস্টে সুবিধাজনক অবস্থানে ভারত চলছে অ্যাশেজের প্রস্তুতি, সমালোচিত স্টোকসের পক্ষেই ইংলিশ দল ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক এক দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী ২ ডিসেম্বর দীপিকার মুণ্ডু কাটলে ১০ কোটি রুপির পুরস্কার ঘোষণা! বারী সিদ্দিকীর অবস্থা সংকটাপন্ন মিস ওয়ার্ল্ড মানুসিকে কী পরামর্শ দিলেন সাবেক বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা? শাহজালাল বিমানবন্দরে অস্ত্র পরীক্ষার সময় কাস্টমস কর্মকর্তা গুলিবিদ্ধ ভাইরাল হলো ঐশ্বরিয়া-কন্যার তারা-ঝলমলে জন্মদিনের ছবি প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করার আহ্বান জানান রাষ্ট্রপতি সড়ক দুর্ঘটনায় নোবিপ্রবির ফার্মেসি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী নিহত ব্যবসায়িক শত্রুতার জেরে অপহরণ হয়েছিলেন অনিরুদ্ধ সম্পর্ক ভাঙার সুফল! বৃক্ষরোপণে অংশ নিলেন রাজশাহী কিংসের দুই ক্রিকেটার চিনে নিন সুস্মিতার সাবেক দশ প্রেমিককে! খাগড়াছড়ির দীঘিনালা ডিগ্রি কলেজে সন্ত্রাসী হামলায়, আহত ৬ সাংবাদিক উৎপলকে ফিরিয়ে দেয়ার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন রীতার মৃত্যুতে হতবাক ‘রাখি’র কান্না থামছে না কিছুতেই বঙ্গোপসাগরে জীববৈচিত্র্য অনুসন্ধানে গবেষণা শুরু সমাপনী পরীক্ষায় উত্তরপত্র সরবরাহের অভিযোগে শিক্ষক আটক ভূমিহীনদের ১৬ হাজার গাছ কেটে নিলো বন-বিভাগ অতিরিক্ত পরীক্ষার প্রবণতায় খারাপ প্রভাব পড়ছে শিক্ষা ব্যবস্থায় পাসপোর্ট দালাল চক্রের ১০ সদস্য আটক কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু অবসান হলো মুগাবে-যুগের! 'প্যারাডাইস কেলেঙ্কারির কাগজপত্র খতিয়ে দেখছে দুদক' ব্লগার অভিজিৎ হত্যা : আরও এক 'জঙ্গি' গ্রেপ্তার রাবির অপহৃত ছাত্রী- অপহরণকারী এখনও স্বামী স্ত্রী ‘বিশ্বাসই করতে পারিনি, রীতা আন্টি নেই’ ব্যক্তির অধীনে নয়, ভোট হবে সংবিধান অনুযায়ী : শিল্পমন্ত্রী রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে কংগ্রেসের সভাপতি হচ্ছেন রাহুল গান্ধী বৃষ্টিতে কমেছে দিল্লির বায়ু দূষণ বন্ধের ১০ বছর পর খুললো মিশর-গাজা সীমান্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি ফিলিস্তিনের 'মধ্যপ্রাচ্যে ইরান বিরোধীজোট গঠন এখন সময়ের দাবি' নায়িকা নয়, ডাক্তার হতে চান নতুন মিস ওয়ার্ল্ড 'ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হস্তক্ষেপের অধিকার ম্যাক্রোঁর নেই' মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ মুগাবেকে ক্ষমতাচ্যুত করতে বৈঠকে বসছেন ক্ষমতাসীন নেতারা শ্রীলঙ্কায় সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনায় আটক ১৯ রোহিঙ্গা ইস্যুতে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মাহমুদ আলীর বৈঠক মুক্তি পাচ্ছে না ‘পদ্মাবতী’! ন্যাটোর 'শত্রু তালিকায়' এরদোয়ানের নাম, ক্ষমা চেয়েছেন ন্যাটোর মহাসচিব রংপুর সিটি নির্বাচন সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সবকিছুই করা হবে : ইসি দেশের জন্য ভালো কিছু করতে আমি আত্মবিশ্বাসী: অথৈ গাছ লাগাবে শিশুরা, পরিচর্যাও করবে তারা ৫ হাজার টাকা তুলতেই বেরিয়ে আসছে দেড় লাখ টাকা! রোহিঙ্গা ইস্যুতে সরকারের অবদান স্বীকার করে না বিএনপি: বাণিজ্যমন্ত্রী আউয়াল মাসের চাঁদ নির্ধারণে কমিটির সভা বিকেলে রোহিঙ্গা শিবির পরিদর্শনে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী অস্তিত্ব রক্ষার্থে বিএনপি স্বেচ্ছায় নির্বাচনে অংশ নেবে: খাদ্যমন্ত্রী সহজেই কাচ্চি বিরিয়ানি তৈরির রেসিপি (ভিডিও) বেইজিংয়ে ভবনে আগুন লেগে নিহত ১৯ মারা গেলেন সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী বাংলাদেশে আসছে আইফোন টেন আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে ছাতা, জানাচ্ছে লোকেশন শাহরুখ-মমতার ভিডিও ভাইরাল ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো জিদান শিষ্যদের 'রাখি-বন্ধন' নাটকের অভিনেত্রী রীতা কয়রাল আর নেই ‘জঙ্গি সংশ্লিষ্টতায়’ বন্ধই থাকছে লেকহেড গ্রামার স্কুল রংপুরে হামলার ঘটনা চক্রান্ত: ফখরুল সাত সকালেই ছিনতাইকারীর কবলে ডিবি অফিসার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রই রংপুর হামলার অংশ: কাদের বাংলাদেশে সাড়ে ৬শ' রোহিঙ্গা প্রবেশ করলো আজ মাইগ্রেন বা মাথাব্যথা কমানোর উপায় জাদু দেখাতে পারেননি রোনালদো ঠাণ্ডার যাদুকরী টোটকা 'কলা-মধু-পানি' সারাদেশে পিইসি পরীক্ষা শুরু ছুরি ঠেকিয়ে নারী ধর্ষণই যার পেশা! লেকহেড গ্রামার স্কুলের ‘জঙ্গি সংশ্লিষ্টতা’র তদন্ত প্রতিবেদন আপিল বিভাগে রোহিঙ্গা ইস্যু মিয়ানমারকে চাপ দিতে জাপানের সহায়তা চাইবে বাংলাদেশ দেয়াল ভেঙে বের করা হলো এই নারীকে আজকের রাশিফল (১৯-১১-২০১৭) অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে মকরের, বৃষ করবেন ব্যবসায় লাভ ‘রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পায় দেশের নীতি প্রণয়নে’ আধুনিক প্রযুক্তির অভাবেই অগ্রগতি হচ্ছে না চামড়া শিল্পে খুশকি রোধে ঘরোয়া টোটকা দেশে ফিরে পদত্যাগের বিষয় পরিষ্কার করবেন লেবানীয় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি ফিলিস্তিনের বেহাল রাস্তায় যানজট নিত্যদিনের সঙ্গী কল্যাণপুরবাসীদের গাড়ি থেকে ফেলে দেয়া হলো প্রিয়াঙ্কাকে (ভিডিও)!


Contact Address

Nasir Trade Centre, Level-9,
89, Bir Uttam CR Dutta Road, Dhaka 1205, Bangladesh.
Fax: +8802 9670057, Phone: +88029670058,
Email: somoydigital@somoynews.tv

Find us on

  Live TV DMCA.com Protection Status
উপরে