SOMOYNEWS.TV

জাতি গঠনের পথকে 'রুদ্ধ' করবে শিশুদের নেতিবাচক ইন্টারনেট ব্যবহার

Update: 2017-09-12 19:13:28, Published: 2017-09-12 19:13:29
child-computing-1
ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাহুলের বয়স এগারো। দিনের ক্লাস আর পড়াশুনার বাইরে বাকি সময়টাই তার কাটে ইন্টারনেট ব্যবহার করে। বাবা-মায়ের বারণ শোনা তো দূরের কথা এটি তার নেশার মতো হয়ে গেছে বলে অভিযোগ তার বাবা ইসমাইল চৌধুরীর। সময় নিউজকে তিনি বলেন, 'একবার বাসায় ইন্টারনেটের লাইন কেটে দিয়েছিলাম কিন্তু ছেলে খাওয়া-দাওয়া বন্ধ করে দেওয়ায় আমাকে আবারও ইন্টারনেট সংযোগ নিতে হয়েছে। আমার ছেলে ইন্টারনেটের নেশায় আসক্ত হয়ে পড়েছে।'

অন্যদিকে জারিফ নামের মাধ্যমিকে উত্তীর্ণ এক শিক্ষার্থীর বাবা বলছিলেন, 'ছেলেকে কোচিংয়ে না পাঠিয়ে অতিরিক্ত টাকা খরচ করে বাসায় শিক্ষক রেখেছিলাম। কিন্তু এরপরও বাইরে আড্ডা দিচ্ছিলো ছেলে। আবদার করে বলল- বাবা, মোবাইল কিনে দিলে আর বাইরে আড্ডা দিব না। সেই ভাবনা থেকেই ছেলেকে মোবাইল কিনে দিলাম। ছেলে বাইরে আড্ডা দেওয়া বন্ধ করল ঠিকই কিন্তু একই সঙ্গে বন্ধ করল পড়াশুনাও। এখন আর ছেলে বাইরে তেমন যায় না, পড়াশুনাও করে না, সারাদিন শুধু ফেসবুক নিয়েই বসে থাকে।'

এই অবস্থা শুধু রাহুল কিংবা জারিফের নয়। সম্প্রতি রাজধানীর কয়েক’শ শিক্ষার্থীর ওপর সময় টেলিভিশনের পরিচালিত এক জরিপে দেখা গেছে, রাজধানীর শতকরা ৮০ শতাংশ শিশুই বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছে। ইন্টারনেট ব্যবহারকারী শিশুদের মধ্যে শতকরা ৬৪ শতাংশ ব্যবহার করছে শুধুমাত্র বিনোদনের জন্য এবং ৩৬ শতাংশ শিক্ষামূলক উদ্দেশ্যে।

জরিপে আরও দেখা যায়, ২২ শতাংশ শিক্ষার্থীর নিজের স্মার্টফোন আছে। ফেসবুক একাউন্ট আছে ৪৪ শতাংশ শিক্ষার্থীর এবং শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে ৪৩ শতাংশ শিক্ষার্থীর মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে।

শিশুরা যখন বিনোদনের জন্য ইন্টারনেট ব্যবহার করছে তখন তার মধ্যে ইতিবাচক ব্যবহারের চাইতে নেতিবাচক ব্যবহারের সম্ভাবনাই বেশি বলে মনে করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. তাজুল ইসলাম।

তিনি বলেন, 'একজন শিশু গান শুনে কিংবা উপন্যাস পড়েও বিনোদন নিতে পারে। কিন্তু যখন সে ইন্টারনেট ব্যবহার করছে তখন সে নেতিবাচক ব্যবহারটাই বেশি করবে এটাই প্রাকৃতিক নিয়ম। মানুষের সহজাত প্রবৃত্তি হলো সে সব সময় সহজ বিনোদন খুঁজে। আর এই বিনোদন নেওয়ার জন্য যখন শিশুরা ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে তখন বিভিন্ন পর্ণ সাইট ব্যবহার করবে। একবার যখন কোনো শিশু পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাবে তখন ওই অবস্থার মধ্য থেকে তার বের হওয়ার সুযোগটা অনেক কম থাকবে। এখানে বাবা-মায়ের নিয়ন্ত্রণের সুযোগ শূন্যের কোঠায় গিয়ে দাঁড়াবে’ বলেন তিনি।'

তবে শুধুমাত্র পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া নয় বরং শিশুদের অধিক সময় ইন্টারনেট ব্যবহারই জাতি গঠনের পথকে রুদ্ধ করতে পারে বলে মনে করেন শিক্ষাবিদরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, 'পশ্চিমা সংস্কৃতি থেকে আমাদের সমাজে ইন্টারনেট প্রবেশ করেছে। এর ভালো ও মন্দ দুটি দিকই রয়েছে। তবে অধিকাংশ শিশুই দিন কাটায় গেমস খেলে। এটা জাতি গঠনের ক্ষেত্রে খুবেই ধ্বংসাত্মক একটি ব্যাপার।'

তিনি আরও বলেন, 'অধিকাংশ অভিভাবকই ইন্টারনেট সম্পর্কে অজ্ঞ হওয়ায় শিশুদের প্রতি নিয়ন্ত্রণহীনতা দিনে দিনে বাড়ছে। শিক্ষার পরিবর্তে তারা কুশিক্ষা গ্রহণ করছে। তারা যে শুধুমাত্র খারাপ শিক্ষা নিচ্ছে এমনটি নয় বরং অনেকেই জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ছে এই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে। দেশের ভবিষ্যৎ কর্ণধার হচ্ছে এই শিশুরা। আর তারাই যদি ইন্টারনেট ব্যবহারের কারণে বিপথে পরিচালিত হয় তবে তা আমাদের ভবিষ্যৎ জাতি গঠনে বিরূপ প্রভাব ফেলবে।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও শিক্ষাবিদ ড. মো. কায়কোবাদ বলেন, 'এতো বেশি প্রযুক্তি নির্ভরতা সমাজে একটা বিরূপ প্রভাব ফেলবে। কারণ, এই শিশুরা মানুষের সঙ্গে মিশতে না শিখে বরং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সময় কাটানো শিখছে। সে মানবিক সমাজে না বেড়ে বরং সাইবার সমাজের মধ্যে বড় হচ্ছে।'

একটা সময় জাতির ভার উঠবে এই শিশুদের হাতে। তাই তারা যদি ইন্টারনেট ব্যবহার করে কুপথগামী হয়ে গেলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে বলেও মনে করেন এ শিক্ষাবিদ।

শিশুদের ইন্টারনেট ব্যবহারের কারণে সমাজ বিপথে পরিচালিত হতে পারে বিশেষজ্ঞদের এমন আশঙ্কার পরও এর ব্যবহার বন্ধ করে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও প্রযুক্তিবিদ অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, 'শিশুরা সামাজিক কার্যক্রম বন্ধ করে যখন ইন্টারনেট ব্যবহার করছে সেটি সমাজের জন্য খারাপ ফল বয়ে নিয়ে আসবে এটাই স্বাভাবিক। কিন্তু ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দিয়েই এর সমাধান সম্ভব নয়। আমাদের এমন পথে যাওয়া প্রয়োজন যেখানে শিশু ইন্টারনেটও ব্যবহার করবে এবং তাদের ওপর এর নেতিবাচক প্রভাবও পড়বে না।'

সাজ্জাদ হোসেন বলেন, 'ইন্টারনেটের যেসব দিক শিশুদের জন্য ক্ষতিকর সেগুলো বন্ধ করে দেওয়ার পথ প্রযুক্তিতে রয়েছে। সেই পথকে আমাদের এমনভাবে কাজে লাগাতে হবে যাতে করে শিশুরা ইন্টারনেটের মধ্যে বেড়ে উঠেও এর ক্ষতিকর দিকগুলোর প্রভাবমুক্ত থাকে।'

Update: 2017-09-12 19:13:28, Published: 2017-09-12 19:13:29

More News
...

সর্বশেষ সংবাদ

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল চায় জমিয়াতে উলামায়ে ইসলাম '৪ লাখ ২৪ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে' ভারতে আরেক বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রোহিঙ্গা ইস্যু এখন আন্তর্জাতিক সমস্যা: মার্কিন রাষ্ট্রদূত ইংলিশ প্রিমিয়ার লিগে বাংলাদেশি হামজা ট্রাম্পের 'দুর্বল সমালোচনায়' মে: পরে সৌজন্য সাক্ষাৎ রোহিঙ্গাদের ত্রাণবহর ঠেকাতে রাখাইনে পেট্রলবোমা! র‌্যাম্প মডেল থেকে জঙ্গি কমান্ডার মেহেদী হাসান এখনো সহনীয় পর্যায়ে আসেনি চালের বাজার দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপ জেতাতে চান নতুন কোচ ট্রাম্পের ভাষণ ‘কুকুরের ঘেউ ঘেউ’ ইরাকে বিমান হামলায় নিহত ৩ ‘পদ্মাবতী’র ফার্স্ট লুকে দীপিকার রাজকীয় বেশ 'ভারতে আশ্রিত ৪০ হাজার রোহিঙ্গাদের ফেরত নেবে মিয়ানমার' পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করেছে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে কোন সংলাপ নয় : খাদ্যমন্ত্রী চালের দাম নিয়ে চাপাবাজি করছে মন্ত্রীরা : রিজভী রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজনমত গড়তে বিএনপির তাগিদ রুবেলের পরিবর্তে যেতে পারেন রাব্বি অথবা সাইফুদ্দিন মারিয়ার আঘাতে আঁধারে ঢেকে গেল গোটা পুয়ের্তো রিকো মুসলিম দেশগুলোকে রোহিঙ্গাদের সহায়তা করতে প্রধানমন্ত্রীর প্রস্তাব মিয়ানমারকে চাপ দিতে ভারতের প্রতি কাদেরের আহ্বান এক বোতল পানির দাম ৬৫ রুপি ! রোহিঙ্গা নির্যাতনের তথ্য মুছে দিচ্ছে ফেসবুক অস্ট্রেলিয়া সিরিজের ধারবাহিকতা ধরে রাখতে চান মুশফিক মালদ্বীপের বিপক্ষে জাতীয় দলের প্রতিশোধ নিলো যুবারা ‘হাসিনা পার্কার’ ছবিতে টাকা ঢেলেছেন দাউদ! 'শেয়ারবাজারের উন্নয়নে সরকার সব সহায়তা দেবে' 'দেশের দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় নিতে হবে' চুরি করা ওয়ালেট কুরিয়ারে ফেরত পাঠালো পকেটমার! ইমরান এইচ সরকারের জামিন মঞ্জুর মেহেরপুরে আউশ ধান আবাদে আগ্রহ বাড়ছে কৃষকের এক পরিবারের ১৪ জনই চোর যুক্তরাজ্যে জনপ্রিয় নামের তালিকায় মোহাম্মদ 'দেশ এই মুহূর্তে সাময়িক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে' বন্যার্তদের মাঝে দুর্জয়ের ত্রাণ বিতরণ মৌলভীবাজারে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে কোহলিরা রোহিঙ্গা সংকটের সমাধান রাতারাতি সম্ভব নয়: সু চি রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে রিয়ালের হার মেক্সিকোর ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩০ রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্রের অর্থ বরাদ্দের ঘোষণা রোহিঙ্গা শিশুদের জন্মই যেন আজন্মের পাপ চুয়াডাঙ্গায় জমি নিয়ে সংঘর্ষে জেরে আহত ৪ রোহিঙ্গাদের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে নিহত ৯ ট্রাম্প আন্তর্জাতিক রাজনীতির নতুন দুর্বৃত্ত: রুহানি পারমানবিক অস্ত্র নিষিদ্ধ করণ চুক্তিতে সই করলো বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে সব মিথ্যা বলছে মিয়ানমার! (ভিডিও) মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সমস্যা দ্রুতই সমাধানের আশ্বাস মন্ত্রীর 'সমস্যা সমাধানে আন্তরিক নয় মিয়ানমার' বন্যায় দমে যাননি কুড়িগ্রামের কৃষকেরা দেবীকে সাজাতে অক্লান্ত পরিশ্রম করছেন প্রতিমা শিল্পীরা 'দেশের ফুটবলের পরিস্থিতি কোনদিনই ভালো ছিলনা' ফ্লাটের চেয়ে বস্তিতে ঘর ভাড়া বেশি 'সাধ্যের মধ্যেই থাকবে বিপিএলের টিকিটের মূল্য' আউটফিল্ডের নিম্নমানের জন্য আবহাওয়াকেই দুষছে বিসিবি জন্মভূমিতে ফিরতে চান রোহিঙ্গারা মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে: ম্যাক্রোঁ বিরক্তিকর ম্যাসেজের জন্য হোয়াটসঅ্যাপ পদক্ষেপ নিচ্ছে বাঙালি বধূর সাজে পৃথিবীর সবচেয়ে লম্বা নারী দুধের শিশুকে বাড়িতে রেখে মা গেল পার্টিতে, এসে দেখে সন্তান মৃত এফডিসি’র নতুন সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’ 'রোহিঙ্গা ফেরতও যাবে নাগরিকত্বও দিতে হবে' মালদ্বীপকে হারিয়ে শীর্ষেই বাংলাদেশ বাংলাদেশ কী মানবিকভাবে পরাজিত হবে? পাঁচ বছরের জন্য নিষিদ্ধ পাকিস্তানি আরেক ক্রিকেটার অর্থের লোভ দেখিয়ে জামিনে পেলো সেই কার্লোস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২২ সেপ্টেম্বর থাইল্যান্ড থেকে ৫০ হাজার মেট্রিকটন চাল আমদানির প্রস্তাব নতুন গান নিয়ে আসছেন সঙ্গীত শিল্পী পারভেজ কেরানীগঞ্জে কর উদ্বুদ্ধকরণ ক্যাম্প অনুষ্ঠিত ‘রোহিঙ্গাদের জন্য ২৮ মিলিয়ন মার্কিন ডলার দিবে যুক্তরাষ্ট্র’ মাদারীপুরে উদ্ধার ফরিদপুরে ছিনতাই চালের ট্রাক গাইবান্ধা ও বাগেরহাটে তালের বীজ রোপণ কর্মসূচী শুরু সিরাজগঞ্জে নিখোঁজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার বিশ্বের শক্তিশালী মানুষ, ওজন '৪৩৫ কেজি' সমন্বিত কাজের দাবিতে পঞ্চগড়ে শ্রমিকদের বিক্ষোভ ২ কিশোরকে বাংলাদেশে পাঠাল ভারত 'কোথাও রোহিঙ্গা পাওয়া গেলে কুতুপালং শরণার্থী ক্যাম্পে পাঠানো হবে' রোহিঙ্গাদের সাহায্যে ১২২ কোটি টাকা দিবে সৌদি আরব রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে বরগুনা-মানিকগঞ্জে মানববন্ধন 'নতুন হিটলার' ট্রাম্প : মাদুরো বিকেএসপি’তে চালু হচ্ছে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স 'রোহিঙ্গা সমস্যা বর্তমানে আন্তর্জাতিক সমস্যা' আগারগাঁওয়ে মেট্র্রোরেল সাইট অফিস বন্ধের দাবিতে মানববন্ধন টাঙ্গাইলে রোহিঙ্গা সন্দেহে দুই শিশুসহ নারী আটক গণফ্রন্টের সাথে নির্বাচন কমিশনের বৈঠক 'রোহিঙ্গা ইস্যুতে ভারত-চীনের মনোভাব ইতিবাচক পরিবর্তন হচ্ছে' দেশে নীবর দুর্ভিক্ষ ও খাদ্য সংকট চলছে : দুদু বাবা রাম রহিমের ডেরায় ৬০০ কঙ্কাল! খাদ্য ঘাটতি মিটাতে আমদানি প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান সানেমের সু চির বক্তব্যে বিএনপি হতাশ হয়েছে রাখাইন ছেড়ে বাংলাদেশের পথে মিয়ানমারের হিন্দুরাও 'অং সান সু চি'র আশ্বাস ভাওতাবাজি' আশুরার দিন প্রতিমা বিসর্জন নয়: মমতা জাতিসংঘে ট্রাম্পের ভাষণের তীব্র সমালোচনা নো ম্যানস ল্যান্ডে আটকে আছে লাখ লাখ সিরীয় যুক্তরাষ্ট্রে দুই কৃষ্ণাঙ্গকে হত্যার অভিযোগে গ্রেফতার ১ ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৯ উ. কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হবে: ট্রাম্প


Contact Address

Nasir Trade Centre, Level-9,
89, Bir Uttam CR Dutta Road, Dhaka 1205, Bangladesh.
Fax: +8802 9670057, Phone: +88029670058,
Email: somoydigital@somoynews.tv

Find us on

 
উপরে