SOMOYNEWS.TV

জাতি গঠনের পথকে 'রুদ্ধ' করবে শিশুদের নেতিবাচক ইন্টারনেট ব্যবহার

Update: 2017-09-12 19:13:28, Published: 2017-09-12 19:13:29
child-computing-1
ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রাহুলের বয়স এগারো। দিনের ক্লাস আর পড়াশুনার বাইরে বাকি সময়টাই তার কাটে ইন্টারনেট ব্যবহার করে। বাবা-মায়ের বারণ শোনা তো দূরের কথা এটি তার নেশার মতো হয়ে গেছে বলে অভিযোগ তার বাবা ইসমাইল চৌধুরীর। সময় নিউজকে তিনি বলেন, 'একবার বাসায় ইন্টারনেটের লাইন কেটে দিয়েছিলাম কিন্তু ছেলে খাওয়া-দাওয়া বন্ধ করে দেওয়ায় আমাকে আবারও ইন্টারনেট সংযোগ নিতে হয়েছে। আমার ছেলে ইন্টারনেটের নেশায় আসক্ত হয়ে পড়েছে।'

অন্যদিকে জারিফ নামের মাধ্যমিকে উত্তীর্ণ এক শিক্ষার্থীর বাবা বলছিলেন, 'ছেলেকে কোচিংয়ে না পাঠিয়ে অতিরিক্ত টাকা খরচ করে বাসায় শিক্ষক রেখেছিলাম। কিন্তু এরপরও বাইরে আড্ডা দিচ্ছিলো ছেলে। আবদার করে বলল- বাবা, মোবাইল কিনে দিলে আর বাইরে আড্ডা দিব না। সেই ভাবনা থেকেই ছেলেকে মোবাইল কিনে দিলাম। ছেলে বাইরে আড্ডা দেওয়া বন্ধ করল ঠিকই কিন্তু একই সঙ্গে বন্ধ করল পড়াশুনাও। এখন আর ছেলে বাইরে তেমন যায় না, পড়াশুনাও করে না, সারাদিন শুধু ফেসবুক নিয়েই বসে থাকে।'

এই অবস্থা শুধু রাহুল কিংবা জারিফের নয়। সম্প্রতি রাজধানীর কয়েক’শ শিক্ষার্থীর ওপর সময় টেলিভিশনের পরিচালিত এক জরিপে দেখা গেছে, রাজধানীর শতকরা ৮০ শতাংশ শিশুই বর্তমানে ইন্টারনেট ব্যবহার করছে। ইন্টারনেট ব্যবহারকারী শিশুদের মধ্যে শতকরা ৬৪ শতাংশ ব্যবহার করছে শুধুমাত্র বিনোদনের জন্য এবং ৩৬ শতাংশ শিক্ষামূলক উদ্দেশ্যে।

জরিপে আরও দেখা যায়, ২২ শতাংশ শিক্ষার্থীর নিজের স্মার্টফোন আছে। ফেসবুক একাউন্ট আছে ৪৪ শতাংশ শিক্ষার্থীর এবং শিশুদের ইন্টারনেট ব্যবহার নিয়ে ৪৩ শতাংশ শিক্ষার্থীর মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে।

শিশুরা যখন বিনোদনের জন্য ইন্টারনেট ব্যবহার করছে তখন তার মধ্যে ইতিবাচক ব্যবহারের চাইতে নেতিবাচক ব্যবহারের সম্ভাবনাই বেশি বলে মনে করেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক ডা. তাজুল ইসলাম।

তিনি বলেন, 'একজন শিশু গান শুনে কিংবা উপন্যাস পড়েও বিনোদন নিতে পারে। কিন্তু যখন সে ইন্টারনেট ব্যবহার করছে তখন সে নেতিবাচক ব্যবহারটাই বেশি করবে এটাই প্রাকৃতিক নিয়ম। মানুষের সহজাত প্রবৃত্তি হলো সে সব সময় সহজ বিনোদন খুঁজে। আর এই বিনোদন নেওয়ার জন্য যখন শিশুরা ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে তখন বিভিন্ন পর্ণ সাইট ব্যবহার করবে। একবার যখন কোনো শিশু পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাবে তখন ওই অবস্থার মধ্য থেকে তার বের হওয়ার সুযোগটা অনেক কম থাকবে। এখানে বাবা-মায়ের নিয়ন্ত্রণের সুযোগ শূন্যের কোঠায় গিয়ে দাঁড়াবে’ বলেন তিনি।'

তবে শুধুমাত্র পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া নয় বরং শিশুদের অধিক সময় ইন্টারনেট ব্যবহারই জাতি গঠনের পথকে রুদ্ধ করতে পারে বলে মনে করেন শিক্ষাবিদরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, 'পশ্চিমা সংস্কৃতি থেকে আমাদের সমাজে ইন্টারনেট প্রবেশ করেছে। এর ভালো ও মন্দ দুটি দিকই রয়েছে। তবে অধিকাংশ শিশুই দিন কাটায় গেমস খেলে। এটা জাতি গঠনের ক্ষেত্রে খুবেই ধ্বংসাত্মক একটি ব্যাপার।'

তিনি আরও বলেন, 'অধিকাংশ অভিভাবকই ইন্টারনেট সম্পর্কে অজ্ঞ হওয়ায় শিশুদের প্রতি নিয়ন্ত্রণহীনতা দিনে দিনে বাড়ছে। শিক্ষার পরিবর্তে তারা কুশিক্ষা গ্রহণ করছে। তারা যে শুধুমাত্র খারাপ শিক্ষা নিচ্ছে এমনটি নয় বরং অনেকেই জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়ছে এই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে। দেশের ভবিষ্যৎ কর্ণধার হচ্ছে এই শিশুরা। আর তারাই যদি ইন্টারনেট ব্যবহারের কারণে বিপথে পরিচালিত হয় তবে তা আমাদের ভবিষ্যৎ জাতি গঠনে বিরূপ প্রভাব ফেলবে।’

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও শিক্ষাবিদ ড. মো. কায়কোবাদ বলেন, 'এতো বেশি প্রযুক্তি নির্ভরতা সমাজে একটা বিরূপ প্রভাব ফেলবে। কারণ, এই শিশুরা মানুষের সঙ্গে মিশতে না শিখে বরং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সময় কাটানো শিখছে। সে মানবিক সমাজে না বেড়ে বরং সাইবার সমাজের মধ্যে বড় হচ্ছে।'

একটা সময় জাতির ভার উঠবে এই শিশুদের হাতে। তাই তারা যদি ইন্টারনেট ব্যবহার করে কুপথগামী হয়ে গেলে আমাদের ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে বলেও মনে করেন এ শিক্ষাবিদ।

শিশুদের ইন্টারনেট ব্যবহারের কারণে সমাজ বিপথে পরিচালিত হতে পারে বিশেষজ্ঞদের এমন আশঙ্কার পরও এর ব্যবহার বন্ধ করে দেওয়া ঠিক হবে না বলে মনে করেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও প্রযুক্তিবিদ অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।

তিনি বলেন, 'শিশুরা সামাজিক কার্যক্রম বন্ধ করে যখন ইন্টারনেট ব্যবহার করছে সেটি সমাজের জন্য খারাপ ফল বয়ে নিয়ে আসবে এটাই স্বাভাবিক। কিন্তু ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দিয়েই এর সমাধান সম্ভব নয়। আমাদের এমন পথে যাওয়া প্রয়োজন যেখানে শিশু ইন্টারনেটও ব্যবহার করবে এবং তাদের ওপর এর নেতিবাচক প্রভাবও পড়বে না।'

সাজ্জাদ হোসেন বলেন, 'ইন্টারনেটের যেসব দিক শিশুদের জন্য ক্ষতিকর সেগুলো বন্ধ করে দেওয়ার পথ প্রযুক্তিতে রয়েছে। সেই পথকে আমাদের এমনভাবে কাজে লাগাতে হবে যাতে করে শিশুরা ইন্টারনেটের মধ্যে বেড়ে উঠেও এর ক্ষতিকর দিকগুলোর প্রভাবমুক্ত থাকে।'

Update: 2017-09-12 19:13:28, Published: 2017-09-12 19:13:29

More News
...

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ হকি ফেডারেশনের চূড়ান্ত দল ঘোষণা রোহিঙ্গা নির্যাতন অবিলম্বে বন্ধ করার আহবান ইসলামী সংগঠনগুলোর বাংলাদেশের শিক্ষা নীতি বিশ্বের অনেক দেশে প্রশংসিত: শিক্ষামন্ত্রী ‘রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সব ধরনের সহায়তার আশ্বাস জাতিসংঘ মহাসচিবের’ শনিবার থেকে রোহিঙ্গা পুনর্বাসনের কাজ করবে সেনাবাহিনী মেট্রোর কামরায় ভূত! জাতিসংঘে রোহিঙ্গা গণহত্যার কথা বলেননি প্রধানমন্ত্রী: ফখরুল মিয়ানমার সরকারকে দোষী সাব্যস্ত করছে আন্তর্জাতিক গণআদালত দুই কোটিতে পৌঁছাল ইমরান-কনার ‘দিল দিল দিল’ (ভিডিও) চাচার সাথে ব্যস্ত সময় পার করছে মাশরাফি পুত্র-কন্যা (ভিডিও) কমিউনিটি হেলথ ক্লিনিকগুলোতে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছাবে: নাসিম সুনামগঞ্জে বাস খাদে পড়ে নিহত ১ পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু নিরাপত্তার স্বার্থে দুর্গোৎসবে বিদ্যুৎ সরবরাহের দাবি তিন মাইল লম্বা বিয়ের শাড়ি, বিতর্কে শ্রীলঙ্কান নারী বিএনপি-জামায়াতকে ক্ষমতার বাইরে রাখার আহ্বান ইনুর আত্মসাতের মামলায় কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম কারাগারে মাগুরায় নবদুর্গা পূজা শুরু কোমরের ব্যথা মানে কি কিডনির ব্যথা! বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করলো দ. আফ্রিকা নাক বন্ধ ভাব হলে দুই প্রেসিডেন্টের স্ত্রী! লন্ডনে নিষিদ্ধ উবার! রাখাইনে উদ্বাস্তদের ঘরে ফেরার আহ্বান মিয়ানমার সেনা প্রধানের পুনরায় হাইড্রোজেন বোমা পরীক্ষার ইঙ্গিত পিয়ংইয়ংয়ের হারিকেন মারিয়ার আঘাতে ডমিনিকায় নিহত ১৫ রোহিঙ্গা নির্যাতন বন্ধে সু চিকে যুক্তরাষ্ট্রের আহবান মেক্সিকোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৭৩ এইডসে আক্রান্ত সেই রোহিঙ্গা নারীর মৃত্যূ সবচেয়ে দ্রুতগামীর বুলেট ট্রেন উদ্বোধন করল চীন রিকশাওয়ালা নয়, রিকশাওয়ালী পাকিস্তান সন্ত্রাসী রাষ্ট্র: ভারত অবশেষে কাভানির কাছে ক্ষমা চাইলেন নেইমার মাদক উৎপাদনকারী শীর্ষ দেশের তালিকা প্রকাশ কিম ‘রকেট ম্যান’, ট্রাম্প ‘বার্কিং ডগ’ মাসের প্রথম শুক্রবার ‘ব্যক্তিগত গাড়িমুক্ত’ মানিক মিয়া এভিনিউ রিয়ালের বাজেভাবে মৌসুম শুরুর কারণ শেখ হাসিনার ভাষণে চাপ বাড়বে মিয়ানমারের ওপর খাওয়ার অনুপযোগী চাল বিক্রি করছে সরকার : রিজভী ঢাবি’র ‘খ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত আন্তর্জাতিক গণআদালতে দোষী সাব্যস্ত সু চি বগুড়ায় স্কুলছাত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বিসিবিতে গণতান্ত্রিকভাবে নির্বাচনের তাগিদ রাম রহিম সিংকে নিয়ে সিনেমা বানাবেন রাখি! ট্রাম্প মানসিক রোগী ও উন্মাদ গ্যাংস্টার: কিম টম ক্রজের কারণে মারা গেছেন স্টান্ট পাইলট? কোন ভাবেই থামছে না রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া, ৫০০ দালালের তথ্য লতা মঙ্গেশকরের নাম ভাঙিয়ে প্রতারণা, মুম্বাইয়ে মামলা আসন ছেড়ে না দেয়ায় কোলে বসে অভিনব প্রতিবাদ! শাস্তির বিরুদ্ধে শারজিলের আপিল, পাল্টা আপিল পিসিবির টেলিভিশনে বক্তব্য দিতেই ব্যস্ত বিএনপি: ওবায়দুল কাদের পানি নিয়ে রাজনীতি নয়, বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী শরীরে ঢুকে গেল ৬ ফুট রড: এখনো বেঁচে নির্মাণ শ্রমিক মজুদদারদের বিরুদ্ধে অভিযান, ক্রেতাশূন্য হিলির চালের আড়ৎগুলো নিয়ন্ত্রণহীন রাজধানীর কাঁচাবাজার, বেড়েই চলছে সবজির দাম দেশের মাটিতে এশিয়া কাপ হকি, কেমন হলো প্রস্তুতি? সৌদি থেকে আসা ৯৩ টন ত্রাণ হস্তান্তর বাপ-বেটা মুখোমুখি মদের টাকা না পেয়ে শিশু সন্তানকে পুড়িয়ে মারল বাবা ! সৌদির কাছে 'ইস্কান্দার মিসাইল' বিক্রি করবে রাশিয়া কম বয়সী মেয়ে বিয়ে করতে এসে আট আরব শেখ গ্রেপ্তার সর্বশক্তি দিয়ে রোহিঙ্গাদের পাশে থাকা উচিত :এরশাদ হ্যাকিংয়ের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র সংশোধনের অভিযোগ, আটক ২ ছেলের বঁটির কোপে নিহত মা ! পবিত্র মহররমের দিন প্রতিমা বিসর্জন হবে জানালো কলকাতার হাইকোর্ট কেন ভারত, চীন, রাশিয়াকে পাশে পাচ্ছে মিয়ানমার ? মালয়েশিয়ায় খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন মামলার ভয়ে স্ত্রী-সন্তানদের ঘরে তুললেন শহীদ জিম্বাবুয়ের বিপক্ষে ৪ দিনের টেস্ট খেলবে দ. আফ্রিকা মিয়ানমারের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করছে ভারত! আন্তঃকজেল নারী রাগবি শুরু আগামীকাল মেসি হলে এমনটা করতে পারতেন না নেইমার: ফোরলান রাতে ইয়েমেনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অনির্দিষ্টকালের জন্য পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ বন্ধ কুলদিপের হ্যাট্রিকে দ্বিতীয় ম্যাচেও জিতলো ভারত রাজধানীতে আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ আজ মুখোমুখি হচ্ছে খুলনা-বরিশাল, ঢাকা-রংপুর প্রস্তুতি ম্যাচ: প্রথম দিনে ২৮৫ রানে এগিয়ে বাংলাদেশ জাতিসংঘে শেখ হাসিনার ৫ দফা প্রস্তাব সৌর বিদ্যুৎ ঘোচাল দু'শো বছরের অন্ধকার তুলির শেষ আঁচড় দিচ্ছেন সিলেটের প্রতিমা শিল্পীরা শিবিরের বাইরে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গা শরণার্থীরা শেষ দিনগুলি নিজের দেশেই কাটাতে চান দাউদ জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী আগামী ১ অক্টোবর পবিত্র আশুরা রাজধানীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪ সাবের হোসেনকে ক্রিকেট ধ্বংসে জন্যে দায়ী করলেন পাপন রোহিঙ্গাদের ওপর জাতিগত নিধন চলছে: ব্রিটিশ এমপি ৩৮তম বিসিএস নভেম্বরে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় শিশু দত্তকের অবৈধ ব্যবসা! রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করলেন সেনাপ্রধান ভারতে শিশুদের বিয়ে করে যৌন দাসী বানানো শেখরা গ্রেফতার রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ সীমান্ত বন্ধ করল ভারত ছেলেরা পুলিশ, মেয়ে প্রধান শিক্ষক অথচ মা ভিক্ষুক! (ভিডিও) রাজনীতিতে সহনশীল আচরণ চায় বিএনপি-আ. লীগ ১০০ বছর পর ২৩টি অবিকৃত দেহের সন্ধান বউ বেচাকেনার সময় পুলিশের হাতে গ্রেফতার ৮ র‍্যাব হেফাজতে যুবক নিহত: র‍্যাবসহ ১০ জনের বিরদ্ধে মামলা ছেলেকে গুলি করে হত্যার নির্দেশ দিলেন দুতার্তে ‘শিগগিরই নেয়া হবে ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সার্টিফাইড কপি’


Contact Address

Nasir Trade Centre, Level-9,
89, Bir Uttam CR Dutta Road, Dhaka 1205, Bangladesh.
Fax: +8802 9670057, Phone: +88029670058,
Email: somoydigital@somoynews.tv

Find us on

 
উপরে