বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর ঈদ বাজারে। থেমে থেমে চলা বৃষ্টিতে ঈদ কেনাকাটায় বিঘ্ন সৃষ্টি হয়।
সোমবার সকাল থেকে শপিংমলগুলোতে ক্রেতাদের ভিড় তেমন লক্ষ্য করা যায় নি। তারপরও, প্রিয়জনের সাথে ঈদ করতে যারা ঢাকা ছাড়বেন, তারা সেরে নিচ্ছেন শেষ মুহূর্তের কেনাকাটা। স্বজনের জন্য নতুন পোশাক নিয়ে যেতে হবে গ্রামে।
তাই, ভোগান্তি নয়, প্রিয়জনের হাসিমুখই প্রাধান্য দিচ্ছেন তারা। বিক্রেতারা জানালেন, রমজানের শেষ সপ্তাহে বিক্রি বাড়ার আশা করেছিলেন তারা। কিন্তু, বৃষ্টি আর জলাবদ্ধতা চিন্তায় ফেলেছে তাদের।