থেমে থেমে বৃষ্টি আর তীব্র যানজটে দিনভর বিপর্যস্ত ছিল রাজধানীর জনজীবন। বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা দুর্ভোগ বাড়িয়েছে বহুগুন। যানজটের কারণে গন্তব্যে পৌঁছাতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রী ও চালকদের। নাগরিক এই ভোগান্তি থেকে কবে মিলবে মুক্তি এমন প্রশ্নই সবার।
প্রকৃতিতে বর্ষা আসার পর থেকেই থেমে থেমে কমবেশি বৃষ্টি হচ্ছে প্রতিদিনই। সোমবার সকালে ভারি বর্ষণ, দিনভর থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। রাজধানীর ধানমন্ডি, আসাদগেট, বেইলিরোড, শান্তিবাগসহ মিরপুরের বিভিন্ন এলাকায় হাঁটু পানি জমে যায় ।
কর্মদিবস হওয়ায় রাজধানীর প্রতিদিনকার যানজটের সঙ্গে এখন যোগ হয়েছে ঈদ কেনাকাটার বাড়তি চাপ। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে ধীরগতির যানবহনের কারণে অসহনীয় হয়ে ওঠে পরিস্থিতি।
রাজধানীর বিভিন্ন সড়কে ভোগান্তির চিত্র দিনভর একইরকম ছিল। অফিস শেষ করে বাড়ি ফিরতে গিয়েও ঘণ্টার পর ঘণ্টা যানবাহনে বসে থাকতে হয় নগরবাসীকে। কোন কোন সড়কে আধাঘণ্টাতেও এতটুকুও নড়েনি যানবাহন। এতে দুর্ভোগ চরমে পৌঁছে।
এদিকে, যানজট নিরসনে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকেও। তবে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে জানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তারা।