চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিয়াউর রহমান এই আদেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৪ সালের চৌঠা এপ্রিল শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা মুনিরা বেগমকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পাশের গ্রামের জীবন ওরফে বাবু। পরে একটি ভুট্টা ক্ষেতে কয়েকজন মিলে মুনিরাকে ধর্ষণের পর হত্যা করে।
এ ঘটনায় নিহতের মা সুলেখা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে ৫ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।
সেই সঙ্গে আসামিদের আরো এক লাখ টাকা কোরে জরিমানা করা হয়। এছাড়া ৬ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।