গোপালগঞ্জে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এদিকে, বগুড়ায় দু'টি মালবোঝাই ট্রাকের সংঘর্ষে মারা গেছেন ৩ জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৮ জন।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে, ঢাকা থেকে নওগাঁগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একটি ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত ৩ জনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ: সোমবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া এলাকায়, ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসির একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস দু'টির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় আহতদের মাদারীপুর রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, চিকিৎসাধীন অবস্থায় আরো ২ জন মারা যান।