টানা বৃষ্টির কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় ঈদে ঘরমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক নাও হতে পারে বলে, আশঙ্কা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। দ্রুততম সময়ের মধ্যে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের সর্বোচ্চ চেষ্টা চলছে বলেও জানান ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, 'এবারকার যাত্রা খুবই ভালো হবে, খুবই স্বস্তিদায়ক হবে, আমি দাবি করতে পারবো না। তবে স্বস্তিদায়ক করার জন্য যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। বৃষ্টি যদি এভাবে চলতে থাকে তাহলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করাটা খুবই কঠিন হবে। তবে ক্ষতিগ্রস্ত রাস্তা-ঘাট দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমাদের ইঞ্জিনিয়াররা দায়িত্ব পালন করবে।'