ন্যায্যতার ভিত্তিতেই ভারতের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি সম্পন্ন করা যাবে বলে আশা প্রকাশ করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম।
সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক, 'বিষয়টি কতটা ছোট, কতটা বড়, সেটা গুরুত্বপূর্ণ নয়। আমরা আশা করছি, তিস্তার বিষয়টি অবশ্যই একটি যুক্তিপূর্ণ উপায়ে সমাধান হবে। দুই দেশের প্রধানমন্ত্রীই এ বিষয়ে অনেক আন্তরিক। এছাড়া ভারতে অনেক মানবতাবাদী ব্যক্তি রয়েছেন, যারা বিভিন্ন সময় বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলছেন। আমরা আশা করছি দ্রুততম সময়েই চুক্তি হবে।'