ফরিদপুরে বজ্রপাতে একই পরিবারের ৩ জনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজবাড়ি ও নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়।
গতকাল (রোববার) বিকেলে চরভদ্রাসন উপজেলার মাথাভাঙ্গা এলাকায়, বাদামক্ষেত থেকে বাদাম তুলছিলো শেখ আরজান, তার স্ত্রী আনোয়ারা বেগম ও মেয়ে বিথী। এসময় বজ্রপাতে তিনজনেরই মৃত্যু হয়। একই সময় ওই এলাকায়, বিল্লাল মোল্লা নামে এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে। এদিকে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে, নারগিস আক্তার নামে এক নারী বৃষ্টিতে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে মারা যান। এদিন বিকেলে রাজবাড়ির গোয়ালন্দে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।