আগামীকালের বর্ধিত সভার মধ্য দিয়ে দলের জাতীয় নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি শুরু হবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
এ সময় তিনি বলেন, আওয়ামী লীগে কোনো পরগাছা ঢুকতে দেয়া হবে না।
তিনি বলেন, 'আগামীকাল প্রধানমন্ত্রী আমাদের নেত্রী শেখ হাসিনা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এর মধ্যদিয়ে নির্বাচনের প্রস্তুতি শুরু হবে।'