বি গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫ টায়।
গতকাল ম্যাচটি হবার কথা থাকলেও, শেষ মুহূর্তে বাফুফে সূচি পরিবর্তন করায় ম্যাচটি আজ অনুষ্ঠিত হচ্ছে। শেখ জামালের এক ফুটবলার আবাহনীর হয়ে এএফসি কাপে অংশ নিতে মালদ্বীপ যাওয়ায় ম্যাচটি কাল অনুষ্ঠিত হয়নি। আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে দু'দলের। এ মৌসুমের তারুণ্য নির্ভর দল শেখ জামালের সামনে ম্যাচটি গ্রুপ টেবিলের শীর্ষে উঠার সুযোগ। শেখ রাসেলের বিপক্ষে জয় পেলেই শীর্ষে চলে যাবে জামাল। অন্য দিকে একই সম্ভাবনা শেখ রাসেলেরও। প্রথম ম্যাচে ফরাশগঞ্জকে হারিয়ে সমান পয়েন্ট তাদেরও। তাই শেখ রাসেলের সামনেও হাতছানি টেবিল টপার হওয়ার। আগের মৌসুমে শেখ রাসেলের সঙ্গে মুখোমুখি দেখায় ১টিতে হার আর ১টিতে ড্র শেখ জামালের। তবে আজকের ম্যাচে তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।