যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে আর কোন চেষ্টা করা হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সেইসাথে তিনি আশা প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের জন্য জিএসপি সুবিধা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেল তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের সাসটেইনেবিলিটি কম্প্যাক্ট বিষয়ে যৌথ ঘোষণায় তিনি এসব কথা বলেন।
কানাডা, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ , ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার যৌথ উদ্যোগে তৃতীয় বারের মত অনুষ্ঠিত এ আলোচনায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের পোশাক খাতের উন্নয়ন, সম্ভাবনা এবং সমস্যা তুলে ধরেন। তারা বলেন রানা প্লাজা দুর্ঘটনার পর শিল্প মালিকরা কারখানার কর্ম পরিবেশ নিরাপদ করতে অনেক অর্থ খরচ করছে এবং তা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল-ইপিজেড এর শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে শ্রম আইন সংস্কারে কাজ করা হচ্ছে।