ইসলামী উন্নয়ন ব্যাংকের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সৌদি আরবের জেদ্দায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেদ্দার একটি অভিজাত হোটেলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট ড. বান্দার বিন হাজ্জার।
উপস্থিত ছিলেন, সচিব কাজী সফিকুল ইসলাম, অতিরিক্ত সচিব শামসুল আলম, রিয়াদের বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ড. মোহাম্মদ আবুল হাসানসহ অনেকে।