ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মানুষ তীব্র পানি সংকটে ভুগছে। এলাকার অগভীর নলকূপ দিয়ে পানি উঠছে না। নদী ও খাল শুকিয়ে যাওয়ায়, সেচ পাম্পও অকেজো হয়ে পড়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, বৃষ্টিপাত কম ও পানির স্তর নিচে নেমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
শৈলকূপা উপজেলার অধিকাংশ ইউনিয়নে হস্তচালিত নলকূপ দিয়ে পানি উঠছে না। পানির অভাবে জনজীবন বিপর্যস্ত। খাবার পানি থেকে শুরু করে দৈনন্দিন কাজে পানির তীব্র সংকট। সেচ পাম্প দিয়ে পানি না ওঠায়, ফসলি জমিতেও প্রয়োজনীয় সেচ দেয়া যাচ্ছে না।এ অবস্থায় সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তারা জানান, টিউবওয়েলে গত বছর একটু একটু করে উঠলেও এ বছর প্রায় একেবারেই উঠছে না। পাট মারা যাচ্ছে কিন্তু সেচ দিতে পারছেন না।
তবে জনপ্রকৌশল অধিদপ্তর, পানি সংকট নিরসনে উপজেলায় গভীর নলকূপ বসানোর আশ্বাস দিয়েছে।
ঝিনাইদহের জনপ্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাশিদুল আলম বলেন, 'এই নলকূপগুলো দিয়ে পঞ্চাশ ফুট গভীর থেকেও পানি ওঠানো সম্ভব। বিভিন্ন প্রকল্প থেকেও আমরা বর্তমানে শৈলকূপা উপজেলার জন্য এ নলকূপ দেয়ার জন্য অনুরোধ করছি।'
ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় ১৪টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে ১০টি ইউনিয়নসহ ১টি পৌরসভার প্রায় ২০ হাজার নলকূপ দিয়ে পানি উঠছে না।