আপন জুয়েলার্সের কোনো প্রতিনিধি না আসায় সিলগালা করা রাজধানীর পাঁচটি শো-রুমের সামনে কয়েক ঘণ্টা অপেক্ষা করে ফিরে গেছে শুল্ক গোয়েন্দারা। মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শো-রুমগুলো খুলে কাগজপত্র নেয়ার কথা ছিলো আপন জুয়েলার্স কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার দুপুর দুইটায় রাজধানীর মৌচাক, সীমান্ত স্কয়ার, উত্তরা, গুলশান ডিসিসি মার্কেট ও গুলশান এভিনিউর মোট পাঁচটি শো-রুমে শুল্ক গোয়েন্দাদের আলাদা টিম উপস্থিত হন। প্রতিটি দলই দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করলেও, এই সময়ের মধ্যে আপন জুয়েলার্সের কেউই কোনো শাখায় উপস্থিত হননি। এমনকি কাস্টমস কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রতিটি শাখার প্রধানদের সঙ্গে যোগাযোগ করলেও কেউ না আসায়, দীর্ঘ অপেক্ষার পর একপর্যায়ে চলে যেতে বাধ্য হয় কাস্টমস গোয়েন্দারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর উপ-পরিচালক মো. সাইফুর রহমান বলেন, ‘তাদের আবেদনে সাড়া দিয়ে আমরা বড় একটা সুযোগ দিয়েছিলাম। প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেছি এখানে কিন্তু তাদের কোনো প্রতিনিধি আমাদের কাছে আসে নাই।’
তিনি আরও বলেন, ‘আমরা এখন আইনের যে নিয়মানুযায়ী প্রক্রিয়া আছে সেই অনুযায়ী আমরা যাবো।’